পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্ত্রম vaపె মণি চাপা গলায় বলিল, “ বেশ তোড়াটি ।” তথন আবার অনেকক্ষণ ধরিয়া অনুপম কোন কথা খুজিয়া পাইল না । সে মণির দিকুে-চাহিয়া বসিয়া রহিল, আর মণি জানালার বাহিরে পাহাড়ের দিকে চাহিয়া রহিল । অনেকক্ষণ পরে অনুপম আবার ডাকিল, “মণি—” মণি মুখ না ফিরাইয়াই বলিল, “কি ?” —এমন করেই দিন কাটাবে ? —-কার দিন ? —এই তোমার কথাই বলছি । মণি তখন অনুপমের মুথের দিকে চাহিয়া বলিল, “আমার দিন এমন করে যদি কেটে যায়, তবে জানবো যে জীবন বড় সুখেই কেটে গেল ।” –এ কি সুখের জীবন, মণি ? —সুখের জীবন বৈ কি, নেড়-দা । যে-ভাবে আমার অতীত জীবন কেটে গেছে তার তুলনায় বড় মুখেই আছি । মাসি-মাকে পেয়ে মায়ের অভাব ভুলে গেছি, তোমাদের স্নেহে ভাইয়ের অভাব বুঝতে পারিনি । বড় স্বখেই আছি, নেড়-দা । অনুপম মণির কথা শুনিয়া স্তম্ভিত হইয় গেল, সে আবার অনেকক্ষণ কথা খুজিয়া পাইল না । অনেকক্ষণ পরে সে আবার জিজ্ঞাসা করিল, “কিন্তু এভাবে কত দিন,কাটাবে, মণি ? মাসি-মা বুড়ো হয়েছেন,—বেবি দুদিন বাদে বড় হবে, তার বিয়ে হবে, সে শ্বশুর-বাড়ী চলে যাবে, তখন তুমি কোথায় যাবে?” মণি একটু হাসিয়া বলিল, “দেখ নেড়া-দা, নিরাশ্রয়ের আশ্রয় ভূগবান। যখন চাকুরী নিয়ে এখানে এসেছিলুম, তখন মাসি-মা কোলে