অনুক্রম 3 × মণির মুখখান জবাফুলের মত লাল হইয়া উঠিল, সে তাড়াতাড়ি ঝুনুয়া উঠিল, “মাসি-মাকে ডেকে আনি, নেড়-দ। : ' মণি উঠিতে যাইতেছিল, অনুপম তাহার হাত ধরিয়া বসাইল ; মণির সর্বাঙ্গ তাহার স্পশে কম্পিত হইয় উঠিল । অনুপম বলিল, “একটু বোসো, আমার একটা কথা শুনে যাও । আজ এই কথাট। বলবার জন্যেই এসেছি, মণি !” মণিমুখ ফিরাইয়া কি বলিতে যাইতেছিল, এই সময়ে পিছন হইতে হারাণ বলিয়া উঠিল, “এই যে নেড়, তুই এখানে ! সকাল থেকে হালদার সাহেব আর আমি সারা শিলং সহরট, তোকে গরুখোজ করে বেড়াচ্ছি ।" হারাণ হাপাইতে পাইতে কথা কয়ট বলিয়াই থপ করিয়া বসিয়া পড়িল । মণি হারাণকে দেখিয় নিশ্বাস ফেলিয়া লাচিল, কিন্তু ক্ষোভে আর রাগে অনুপমের লাল মুথখান। আর ও লাল হইয়া উঠিল । হারাণ তাহা দেখিতে পাইল না, সে মণিকে জিজ্ঞাস করিল, “মণি-দি, মাসি-ম। কোথায় ?” মণি বলিল, “নিজের ঘরে আছেন, বোধ হয় শুয়ে পড়েছেন, তার শরীরটা দুদিন ধরে ভাল নেই । তুমি বসে। হারু-দ, আমি মাসি-মাকে ডেকে আনছি।" মণি উঠিয়া বাড়ীর ভিতরে গেল, আর ফিরিল না । e মণি চলিয়া গেলে হারাণ অনুপমকে বলিল, “নেড়, বিষম বিপদেই পড়েছি ভাই ।” : J অনুপম তখনও হারাণের উপর রাগিয়া ছিল ; সে বলিল, “তোর আবার, বিপদ কি ! বিশুখুড়ে তোকে আমার পেছনে
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।