অনুক্রম . 8\డి (* অনুপম বাহিরে চলিয়া গেলে হারাণ বলিল, “মাসি-ম, মেয়ের বড়ই বাড়াবাড়ি করে তুলছে, আমার তো বাড়ীতে তিষ্ঠুনো দায় হয়ে উঠেছে।” - 豪 মাসি-মা ঘুমে চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, “মেয়ের কি কর্ব্বে বাপু ? তুই বুঝি ঝগড়া-ঝণটি করে গাল-মন্দ দিয়েছিস্ ?” হারাণ বলিল, “আপনার দোহাই মাসি-ম, আমি এ-পর্য্যন্ত কিছুই বলি নি ।” বলিতে বলিতে হারাণ মাসি-মার প। জড়াইয়া ধরিয়া কাদিয়া ফেলিল। মাসি-মা তখন বুঝিলেন যে ব্যাপার গুরুতর ; তিনি হারণের চোখ মুছাইয় তাহাকে উঠাইয়া বসাইয়া জিজ্ঞাসা করিলেন, “কি হয়েছে হারু ? কঁাদিস নে, এখন কি আর ছেলেমানুষটি আছিস্ ?” হারাণ শাস্ত হইয়া বলিল, “মাসি-ম, কি করে কি বলি, তাই ভেবে পাচ্ছি না । আপনাকে মায়ের মতন দেখি, ভক্তি করি, সে কথা কেমন করে আপনার কাছে মুখে আনবো !" —বেীমা আমার বড় শাস্ত মেয়ে, হারু, যেন লক্ষ্মীর প্রতিমাখানি, তিনি তোকে এমন কি কথা বলেছেন যা তুই আমার সামনে বলতে পারিস নে ? —তোমার সে বউ আর নেই মাসি-মা । পাড়ার বজাত মাগীগুলো লাগিয়ে লাগিয়ে তাকে এমন ক্ষেপিয়ে তুলেছে যে তার কথা আর কানে তোলা যায় না । s 鲷 —মোদ কথাটা কি বলে হারু ? তুই আমাকে ঠারে-ঠোরে একটু বোঝাতে পারিস ? —বলে আমার মাথা আর মুণ্ডু ! মাগীগুলো,তাকে শিখিয়ে দিয়েছে
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।