পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অল্পত্রম 8创 হারাণ বলিল, “রোগটা অত সোজ নয় মাসি-মা । মাগীরা স্থির কছে যে দল বেঁধে ন-ঠাকুরুণের সঙ্গে মণি-দিদিকে, তার মহাপাপের ক্টোথ বোঝাতে আসবে।" —বটে, এতদূর হয়েছে ? হারু, তুই আজই আমাকে একবার সেই মা-ঠাকরুণের কাছে নিয়ে চল । —আপনি যাবেন, মাসি-মা ? —ভ কি বাবা ? কিসের ভয় ? কাকে ভয় ? —আপনাকে যদি কোন অন্যায় কথা বলে, তা আমি সহ্য করতে পার্ব্ব না । —এই পঞ্চাশ বৎসর ধরে অনেক কথাই শুনে এসেছি, হার । আমাকে যা বলবে তার জবাব আমিই দেবে, তুই পুরুষ মানুষ, মেয়ে মাতুমের কথায় কেন তাসতে যাবি ? —ত হলে কখন যাবেন, মাসি-মা ? ধার্ম্মিকার দল হয়ত আজ-কালের মধ্যেই মণি-দিদিকে শাসন করতে আসবে, আর তারা যদি আসে মাসি-ম, তা হলে তামাকে তিন পুরুসের বাস ছেড়ে শিলং থেকে উঠে যেতে হবে । —আমি আজই যাবে, এখনি বাবে, এই নেড় ফিরে আসুক, তার পরই যাবো । এই সময়ে মণিমালিনী সেই ঘরে আসিয়া পড়ায় তাহদের কথা বন্ধ হইয়া গেল । মণি মাসি-মার শেষের ৯থাটা শুনিতে পাইয়াছিল, সে বলিয়া বসিল, “কোথায় যাবে, মার্সি-মা ? আমি তোমার সঙ্গে যাবে৷ ” A হারাণের মুখ শুকাইয়া গেল। মাসি-ম৷ বলিলেন, “আমি একটু কাজে যাবো, বাছা, তুই সেখানে কি করতে যাবি ?"