8७ অনুক্রম —আমার এবেল কাজ-কর্ম্ম কিছু নেই, ফুল কালিম্পঙ্গে গেছে, বেড়াবার একটা সঙ্গী অবধি নেই । তুমি সেখানে কাজে যাবে, তা-মি নয় বাড়ীর দরজায় দাড়িয়ে থাকবো । . . . —তুই কি পাগল মেয়ে বাছা । বৌমা হারুর সঙ্গে ঝগড়া করেছে, চাiমারির মেয়েরা তাকে ক্ষেপিয়ে তুলেছে, আমি গিয়ে তাকে দুটো কথা বলে শাস্ত করে আসবো । তুই সেখানে কি করতে যাবি ? - —হারু-দার সমস্ত মিথ্যা কথা মাসি-মা—বে কখনো ঝগড়া করেনি । সে বে। ঝগড়া কর্ত্তে এখনো শেখেনি। তুমি ত জানো মাসি-ম, সে বউ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী । আর এ-কথা যখন উঠেছে, তথন আমায় যেতেই হবে, কারণ হারু-দার মিথ্যে কথাটা ধরে দিতেই হবে । মাসি-মা বিষম বিপদে পড়িলেন, অবস্থা বুঝিয়া পলায়নের চেষ্টায় হারাণ উঠিয়া দাড়াইল । তখন মণি ধাররা বসিল, “তুমি আমায় নিয়ে যেতে চাচ্ছে না কেন, মাসি-মা ?” মাসি-মা বলিলেন, “ওরে পাগলী, একটু কারণ না থাকলে তোকে নিয়ে যেতে চাইবো না কেন ? আজ আর তোর সেখানে গিয়ে কাজ নেই।” —কেন কাজ নেই, বল ? তুমি যদি আমায় বোঝাতে পারে, মাসি-মা, তা’হলে আমি যাবো না । —সে কথাটা তোকে পরে বলবো মা, কথাটা বড় গুরুতর কথা, এখন আর তোর তা শুনে কাজ নেই। —গুরুতর কথা যখন বলছে মাসি-ম, তখন আমায় শুনতেই হবে। মণিমালিনী এই বলিয়া দুই জনের হাত চাপিয়া ধরিল । এই সময় রাগে মুখখান সিঁদুরের মত রাঙা করিয়া অনুপম ঘরের ভিতর ঢুকিল ।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।