অসুত্রম 8 A তাহা দেখিয়া ভয় পাইয়া মাসি-মা জিজ্ঞাসা করিলেন, “নেড়া, ঝগড়া কবে এলি বুঝি ?” o মমুপম বলিল, “ই মাসি-মা, আজ মনের কালী ধুয়ে দিয়ে এসেছি । হারু, আমি আজি থেকে দিন কতক তোর বাড়ী থাকবো ।” হারাণ সঙ্গী পাইবার আশায় উৎফুল্প হইয়া বলিয়া উঠিল, “তা’ইলে তে বাচি ভাই । বিশুখুড়ো বুঝি বড় জালাতন আরম্ভ করেছে ?” অহপূম বলিল, “কেবল বিশুখুড়ে নয়, জগৎ-শুদ্ধ লোক।” । মণিমালিনী তখন মাসি-মার হাত ধরিয়া টানিয়া তুলিয়া বলিল, “ওঠে। মাসি-ম, গুরুতর কথায় বিলম্ব করে কাজ নেই ।” S X হারাণের বাড়ী লোকে লোকারণ্য ; সে-অরণ্যটাকে লোকরণ্য না বলিয়া রমণী-আবণ্য বলাই সঙ্গত ; কারণ, তাহার মধ্যে একজনের বেশী পুরুষ ছিল না । সে পুরুষটি হারাণের ঘরের এক কোণে বসিয়া ঘন ঘন তামাকু সেবন করিতেছিল । তা ছাড়া, হারাণের সদরে ও অন্দরের ঘরে এবং বাহিরে সর্বত্রই ভক্তি-ব্যাকুল-চিত্ত রমণীকুল আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল । এই সময়ে মণি, হারাণ ও অন্সপমকে লইয় মাসি-মা আসিয়া উপস্থিত হইলেন । - র্তাহাকে দেখিয়া দলের কেহ কেহ একটু দমিয়া গেল । সে রাগট কাহারো স্পষ্ট প্রকাশ না পাইয়া মনের ভিস্বরেই রহিয়া গেল। মালি-মা কিন্তু ক্রোধের কথা কিছুই বুঝিতে পারলেন না । তিনি একেবারে বাড়ীর ভিতর গিয়া ডাকিলেন, “বোমী-” তখন হারাণের শুইবার ঘরে এক প্রকাও সভার অধিবেশন হইতেছিল। . মুগচর্ম্মে বসিয়া গেরুয়া-কাপড়-পরা মধ্য-বয়সী এক
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।