পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুক্রেম 8 ఫి ন। মা, এখানে ভগবানের কথা হচ্ছে,–এখানে কি বাচবিচার আছে ?” জুতা-মোজা বাহিরে রাখিয়া ঘরের এক কোণে গিয়া বসিল । তাহার দিকে চারিধার হইতে যে ক্রুর দৃষ্টি বর্ষিত হইতেছিল, তাহতে কলিযুগে দৃষ্টির যদি দাহিক-শক্তি থাকিত তো তাহা হইলে সে বেচার ভস্ম হইয়। যাইত । ব্যাখ্যা চলিতে লাগিল, “ভগবান বলেছেন যে পাপী তার আর রক্ষা নেই – পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম । ধর্ম্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ॥’ এর মানে সাধুদের পরিত্রাণের জন্য আর পাপীদের বিনাশের জন্য ভগবান যুগে যুগে অবতার হবেন : যে পাপী, ভগবানই তাকে বিনাশ করবেন, কোন মতেই তার রক্ষণ নাই ।” মণি থাকিতে না পারিয়া বলিয়া উঠিল, “একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি ? ভগবান বলেছেন, সর্ব্বধর্ম্ম পরিত্যাগ করে যে তাতে শরণ নেবে, তিনি তাকে সর্ব্বপাপ থেকে মোচন কর্ব্বেন । সুতরাং পাপী যদি অনুতাপ করে, তা’হলেও কি তার বিনাশ হবে ?” —নিশ্চয় হবে । ভগবান বলেছেন,— ‘মন্মনা ভব মদ্ভক্তে মদযাজী মাং নমস্কৃরু’— অর্থাৎ যে মদের ভক্ত সে যদি আমার পূজারীও হয়, তা হলেও মন-মরা হয়ে তাকে নমস্কার করে না ব্যাখ্যাটা করিয়াই ব্যাখ্যাকারিণী চারিদিকে চাহিলেন, ভক্ত-মহলে ভ্রমর-গুঞ্জনের মত একটা শব্দ শোনা গেল ! মণি কিন্তু না থাকিতে পারিয়| হাসিয়া ফেলিল ; 4.