অতুত্রম 金盘 চেল গুরুর শাস্ত্রজ্ঞানের খ্যাতি ভুলিয়া বলিয়া উঠিল, "মাইরি বলছি, কোন শাল মিথ্যা কথা বলে ? ক্ষিরি, তোর পায়ে পড়ি, এ কথা নিয়ে আর কেলেঙ্কারী করিসনে । যা হবার তা হয়ে গেছে, চল, কালই এখান থেকে চলে যাই ।” —যাব ?—কথখনো যাব না, এই শিলং সহরের মাঝখানে হাটে হাড়ি ভাঙ্গবো, তবে আমার নাম ক্ষিরি নাপ তিনী ! এই কথা শুনিয়া শিশু ও ভক্তারা যেযেখানে পারে ছুটিয়া পলাইল । হারাণের স্ত্রী বিষম বিপদে পড়িল । মা-ঠাকুরুণ যে তাহার উচ্চ স্থল স্বামীকে উদ্ধার করিতে পারিলেন না, তাহা সে অনিচ্ছা-সত্ত্বেও বুঝিল । সে তখন নেপালী চাকরকে ডাকিয় বলিল, “বাবুকে যেখানে পাস, ডেকে নিয়ে আয়ু " তখনও মা-ঠাকুরুণের ঘর হইতে বিধি-বজ্জিত দাম্পত্য কলহের আওয়াজ ও প্রচুর পরিমাণে গঞ্জিকার ধূম নির্গত হইতেছিল। >\○ মাসি-মা বাড়ী আসিলে মণি তাহাকে বলিল, "মাসি-ম, আমি রাতে যাই ।” মাসি-মা প্রফুল্ল মুখে বলিলেন, “যাও।” অতুপম কি বলিতে যাইতেছিল, কিন্তু মাসি-মা তাহাকে বাধা দিয়া বলিলেন, “ওর যা ইচ্ছা হয়, তাই করুক, আজ তোরা ওকে কিছু বলতে পাবি নে।” - অনেকক্ষণ কেহ কোন কথা কহিল না । পরে হারাণ জিজ্ঞাসা করিল, “মাসি-ম, এখন আমি কি করবো ?” মিসেস মজুমদার বলিলেন, “তুই বাড়ী ফিরে যা । কি পাগলামি
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।