অতু ক্রম و& t} করছিস হারু ! ঐ স্ত্রীলোকটি এসে বোমার মাথায় একটু বিষ ঢুকিয়ে দিয়েছিল ; কিন্তু আজকে তোর বাড়ীতে য়ে প্রহসনের অভিনয় হয়ে গেছে, তাতে বোধ হয় এতক্ষণ বোমার ঝোক কেটে গেছে " তুষ্ট বাড়ী গিয়ে দেখবি, যে তিনি প, ছড়িয়ে কাদতে বসেছেন।” ' মাসি-মার কথায় কিন্তু তারাণ মন ঠাণ্ডা করিতে পারিল না। সে বসিয়াই রহিল দেখিয়া অনুপম বলিয়া উঠিল, “তুই উঠুবি না ? বাড়ী যা না ।” & হারাণ রাগিয়া বলিল, “আমি বসে আছি, তাতে তোর কি ক্ষতি হচ্ছে !” অনুপম মনের রুদ্ধ আবেগটাকে মিসেস মজমদারের সম্মুখে প্রকাশ করিবার চেষ্টায় ছিল, বাধা পাইয় সে ও চলিয় গেল । সে কোনমতে সাহসে ভর করিয়া হারাণের সম্মুখে বলিতে পারিতেছিল না যে, সে এতদিন মণিমালিনীর আদশে তাহার মানস-সুন্দরীর আদশ গড়িয়া রাখিয়াছিল এবং আজ মণির বিবাহের পরিচয় সে আদর্শ টাকে একট। নিষ্ঠুর কালাপাহাড়ের মত চর্ণ করিয়া দিয়াছে । তখনও কিন্তু আশা তাহাকে প্রলুব্ধ করিতেছিল, তার কাণে মাঝে মাঝে কে আসিয়া বলিতেছিল যে, কথাটা মিথ্যা ! হালদার সাহেব অথবা অন্য কোন কন্যাদায়-গ্রস্ত ব্যক্তি তাহকে ভুলাইয়। বিবাহ করিতে বাধ্য করিবার জন্য হারাণের বাড়ীর এই ঘটনাট রঙ্গালয়ের অভিনয়ের মত সাজাইয়। রাখিয়াছিল । o হারাণ ও অনুপমকে লইয়া দ সি-ম। নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন । রান্নাঘর হইতে রন্ধনের শব্দ আসিতেছিল, তাহ শুনিয়া তিনজনেই স্থির করিল যে, মণি একটা কাজ লইয়! তুলিয় আছে । অল্পক্ষণ পরে হারাণের নেপালী চাঞ্চর আসিয়া বাহির হইতে ডাকিলে, “মাইজী !”
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।