পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুত্রম & R মাসি-মা উত্তর দিলেন, “কেন রে ? হারাণকে খুজতে এসেছিস, বুঝি ?” হারাণ তাহ শুনিয়। সভয়ে বলিয়া উঠিল, “মাসি-ম, আমি কিন্তু সেই শক্র পুরীর মধ্যে এখন একা যেতে পারবো না ।” ধীরেন এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল, সে এইবার হাসিয়া উঠিল । তাহ দেখিয়া অনুপম আবার চটিয়া গেল ; সে বলিল, “আচ্ছ; ধীরু-দা, তুই এখানে কেন বসে আছিস ? তোর তে। আমাদের মতন বিপদ হয় নি । তুই কেন হারুর সঙ্গে যা’ না।” ধীরেন বিপদে পড়িল, ক্ষুধার সময়ে হালদার-সাহেব-প্রদত্ত অন্ন সে তখনও জীর্ণ করিতে পারে নাই । সে বলিল, “ভাল রে ভাল, তোর শ্বশুর আমায় পাঠিয়ে দিলেন তোকে ধরে নিয়ে যেতে । আমি সেই জন্যে চাদমারি থেকে পাহাড় পর্য্যন্ত উঠে এলুম।” —তুই যদি তোর মনের কথাট। আগে ব্যক্ত করতিস্ তা'হলে তোকে আসতেই দিতুম না। ধীরেন এইবার চটিল, সে বলিয়া উঠিল, “নেড়া, তোর মত নিলজ্জ বেহায়া আর ভূ-ভারতে নাই। তুই যে সেই ভদ্রলোকের মেয়েকে বাগদত্ত করে রেখেছিস, আর এখন—” কথাটা শেষ হইবার পূর্ব্বেই অল্পম বলিয়া উঠিল, “বাগদত্ত। করে রেখেছে কে ? মাইরি বলছি দীরু-দ-—“ মিসেস মজুমদার বলিয়া উঠিলেন, “নেড়া, আমার সামনে, ও কি বলতে আরম্ভ কবুলি !” অপরাধের গুরুত্ব বুঝিতে পারিয়া অনুপম চুপ করিয়া বসিয়া পড়িল । সেই সময়ে হারাণের নেপালী চাকর আবার বলিল, “মাইঞ্জী, 龟 "سدس-جf)ة l Cتية}ة