অমুত্রম ぐり。 মিঃ হালদার সে-দিকে লক্ষ্য না করিয়া বলিলেন, “আপনি জানেন যে, আপনি এই ছোকরার কুরুচিকে প্রশ্রয় দিয়ে তাকে অধঃপাতের পথে নিয়ে যাচ্ছেন । আপনার চরিত্র কি রকম জানিনে, কিন্তু আপনি যে আমার জামাইয়ের চরিত্র দুষিত করে দিচ্ছেন, তার প্রমাণ আমি পেয়েছি।” o হঠাৎ মিঃ হালদারের ক% রুদ্ধ হইয় গেল, স্যানিটেরিয়মের শান্ত শিষ্ট নির্ব্বিবাদী ডাক্তারটি এমন ভাবে উঠিয় দাড়াইলেন যে, তাহার তার কোন কথা বলিতে ভরসা হইল না । - ডাক্তার বলিলেন, “আপনি কার সঙ্গে কথ! কচ্ছেন, তা বোধ হয় জানেন না। আমি উপস্থিত না থাকলে নেড়াই বোধ হয় আপনাকে টুকরে। টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়াতে— নেড় যখন আপনার কন্যাকে বিয়ে করতে রাজী নয়, তখন শিলংএর সকলের সম্মানিত এই , বৃদ্ধ মতিলাটিকে অকারণ অপমান করে কেন আর বংশ-পরিচয় দিচ্ছেন!” মিঃ হালদার ব্যাপার বুঝিয় রণে ভঙ্গ দিলেন । $ 8 সকাল বেলা রৌদ্র উঠিবার পূর্ব্বে বাড়ীর বাহিরে চাদমারির মা-ঠাকরুণের চেলাকে দেখিয়া বৃদ্ধ মিসেস মজুমদার কিছুমাত্র বিস্মিত হইলেন না । চঞ্চল-চিত্ত যুবা যে স্বচ্ছন্দে প্রায়-বিগত-যৌবন নারীকে পরিত্যাগ করিয়া অন্যের প্রতি আকৃষ্ট হয়; তখন তাহার মনে যে লজ্জা, সম্বর, দয়া ও মায়ার লেশমাত্র থাকেন, তাহ তিনি জানিতেন। डिनि চেল বাবাজীকে বাড়ীর ভিতর ডাকিয়া বসাইয়া জিজ্ঞাস করিলেন, “আপনার নাম কি ?” চেল! বাবাজী বলিলেন,*আমার নাম নিতাইসুন্দর চট্টোপাধ্যায় ”
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।