অতৃক্রম * \o —কোথায় যেতে হবে বলেন ? —বাড়ী-ঘর তো সমস্তই ঘুচিয়ে ফেলেছি--ত না হয় আমি এইখানেই আসি। তুমি যখন এ-বাড়ীতে আছ, তখন আমার আর আসতে দোষ কি ? 線 —দেখুন, কাল সমস্ত বাঙালী ভদ্রলোকের মেয়েদের সম্মুখে আপনাদের যে পরিচয় প্রকাশ হয়ে পড়েছে, তাতে আপনার বোধ হয় শিলং-এ বাস করা উচিত হবে না। —তাতে আর দোষ কি ! পুরুষ মানুষ এ রকম করেই থাকে । —আপনার লজ্জ হতে ন পারে। কিন্তু আমি তে আর আপনার স্ত্রী বলে পরিচয় দিয়ে এখানে বাস করতে পারব না। —দেখ মণি, বেম্ম বেটাদের সঙ্গে মিশে বিন্মি হয়ে তুমি নিজের অবস্থা ভুলে যাচ্ছ । তোমার মত স্ত্রীকে আমি যে আবার গ্রহণ করছি, এ নিতান্ত অনুগ্রহ করে । —আজ্ঞে, আমিও ঠিক তাই মনে করছি, তবে আমি ব্রাহ্মসমাজে মিশলেও বিম্মি হই নি, মাসি-মা ও ব্রাহ্ম নন-তিনি হিন্দুর মেয়ে, পূজা-জপ-তপ সমস্তই করে থাকেন, কেবল পাহাড়ে দেশ বলে দড়ির জুতো,পায়ে দেন । হিন্দুর_ঘরে_স্ত্রীকে_স্বামী_অনুগ্রহ করেই_নিয়ে থাকেন, সে-কথা আমি একদিনও ভুলিনি। তবে এ-কথাও আমার মনে আছে যে, ঐ ক্ষীরোদ আমার শাশুড়ী-জায়ের পায়ে আলতা পরাতে আসত। আপনি প্রথম শিলংএ এসেছিলেন ঐ ক্ষীরোদাকে গুরু বলে পরিচয় দিয়েছিলেন আর এখন সেই ক্ষীরোদা গুরুগিরি বিসর্জন দিয়ে সমস্ত শিলংএ আপনার সঙ্গে সে সম্পর্ক প্রচার করে বেড়াচ্ছে, তার পরেও আপনি পুরুষ মানুষ, আপনি হয়তো এখানে বাস করতে পারবেন, কিন্তু আমি মেয়ে মানুষ, আমি পারব না।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।