অমুক্রেম ”薄键 নিতাই যখন জিজ্ঞাসা করিল, “আমি চলে গেলে তুমি শিলং-এ থাকৰে তো ?” তখন মণি দৃঢ় কণ্ঠে উত্তর দিল, “না।” . .' এই সময়ে গৈরিকমণ্ডিত মাতাজী ওরফে ক্ষীরোদা আসিয়৷ দাম্পত্য কলহের মীমাংসা করিয়া দিল । মাসি-মা স্বারের অস্তুরাল* হইতে ছুটয় আসিতে আসিতে ক্ষীরোদ ঘরের ভিতরে জাসিয়া বলিল, “ফাক পেয়ে এসে জুটেছিল তো ! ওঠ এখন, আর মাগের সঙ্গে পিরীত করতে হবে না।” .. মাসি-মা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, “মা, তুমি ঐ বাই গিয়ে দাড়াও । এটা হিন্দুর বাড়ী। নিতাই বাবুকে যা বলতে হয় তা পথে গিয়ে যোলো ।” - ক্ষীরোদা একবার মাসি-মার মুখের দিকে চাহিল, তার পরে নিতাইস্কন্দরের হাত ধরিয়া রাস্তায় চলিয়া গেল । s দুই জনে দূরে অদৃষ্ঠ হইয়া গেলে মাসি-মা মণিমালিনীর হাত ধরিয়া বসাইলেন। ততক্ষণ পর্যন্ত মণি ৰাঠের পুতুলের মত দাড়াইয়াই ছিল । সে কিন্তু কঁাদিল না । মাসি-ম। যখন জিজ্ঞাসা করিলেন, “মণি, এখন তুই কি করবি ?” তখন সে শুষ্ক কণ্ঠে বলিল, “তোমার আশ্রয়ে বাস খুচলো মাসি-ম, ইস্কুলের চাকরিটা আজই ছেড়ে দেব, কারণ সেখানে আর মুখ দেখাতে পারব না।” মাসি-মা জিজ্ঞাসা করিলেন, “কোথায় যাবি ?” । “বন্যার মুখে তৃণের মত ভাসতে ভাসতে আপনার দুয়োরে এসে উঠেছিলুম, আবার ভাসতে আরম্ভ করে দেখি, কোথায় গিয়ে কুল পাই! তাহার কথা শুনিয়া বৃদ্ধার চঞ্জ জলে ভরিয়া উঠিল, কিন্তু মণি কালি না। সে মালি-মার চোখ মুছাইয়া দিয়া বলিল, “কেঁদে কি *ালিমাঞ্চলে যেমন বরাত নিয়ে আসে, জুনিয়ায় সে সেইভাৰেই
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।