ዓ&» . ' অমুক্রেম ডিঙ্গাইয়া বাড়ী ফিরিতে উদ্যত হইল, তখন সে মাথার কাপড় টানিয়া দিতে গেল। তাহাদিগের বাড়ী ও ত্রিপুর দিদির বাড়ীর মধ্যে যে দুই তিনখানি বাড়ী ছিল, তাহার প্রথমটাতেই দ্বিতলের বারান্দায় দাড়াইয়৷ এক ঘনকৃষ্ণবর্ণ যুবক সতৃষ্ণ নয়নে তাহার দিকে চাহিয়া ছিল । মণির পূর্ণ যৌবনে স্বগঠিত দেহ সিক্ত বস্ত্রের বেষ্টনীর মধ্যে ফুটিয়া উঠিয়াছিল, তাহার সিক্ত কেশ-পাশ সিক্ত বস্ত্রকে এমন ভাবে আকর্ষণ করিয়াছিল যে, সেই যুবার দৃষ্টি রুদ্ধ করিবার জন্য মণি মাথার কাপড় টানিয়া দিতে পারিল না। সেই বিপদসঙ্কল ছাদের পথ দিয়া সে দৌড়াইয় পলাইতে বাধ্য হইল ; কিন্তু তাহার ঘন চঞ্চল দেহের মাধুরী যুবার তৃষ্ণকে ব্যান্ত্রের ক্ষুধায় পরিণত করিল। সে ভদ্রমহিলাকে লজ্জিত করিতে কিছুমাত্র কুষ্ঠা বোধ করিল না ; বরং দ্রুতপদে ছাদে উঠিয়া আসিল । মণি তখন চলিয়া গিয়াছে । মনসা যখন কুপিত হইয়াছিলেন, তখন বজ্রের ঘর বাধিয়াও চাদ সদাগরের পুত্র অব্যাহতি পায় নাই । তারাপদ বাবুর স্বরক্ষিত দুর্গের মত গৃহ এখন অরক্ষিত হইয়া পড়িল। যুবার ব্যাভ্রের ক্ষুধ তারাপদ বাবুর গৃহের ছিদ্র অন্বেষণ করিতে ব্যাপৃত হইল । অর্থের লোভে বীরবল ও মণিরাম টলিল না, কিন্তু সম্মুখের বাড়ীর এক কাশীবাসিনী টলিলেন। তিনি তারাপদ বাবুর বাড়ীর সম্মুখের ঘরটা এক বৎসরের ভাড়া পাইয়া এক মাসের জন্য ছাড়িয়া চলিয়া গেলেন । তখন সন্ধ্য হইয়া আসিয়াছে। বিকালের গাড়িতে গঙ্গাপুত্র শিবদাস এক বাঙালীকে আনিয়া উপস্থিত করিয়াছে । যাত্রীর পোষাকপরিচ্ছদ দেখিয়া ত্রিপুর দিদি ত্রিতলের ভাল ঘরট দৈনিক এক টাকায় তাহাকে ছাড়িয়া দিয়া নিজে তাহার রন্ধনের ভার লইলেন । ব্যাস্ত্র তখন উৎকট ক্ষুধার তাড়নায় সম্মুখের ঘরে ফাদ পাতিয় বসিয়াছে।
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।