অনুক্রম · ዓፄ › ዓ - হতাশভাবে বিশ্বনাথ খুড়াকে হুকায় মনঃসংযোগ করিতে দেখিয়া ধীরেন বেচার কাদিয়া ফেলিল । খুড়া কিছুমাত্র বিচলিত না হইয়া বলিলেন, “কাদিস কেন বাপু ? বয়স-কালে এমন হয়েই থাকে। জোয়ান গুণ্ড ছেলে ঘরে মন বসবার উপায় না থাকুলেক্ট নিজে উপায় খুজে নেক্স। গোবিন্দ দাদাকে কতবার বললেম বাড়ন্ত গোছের একটি বে আন ; তা সে শুনলেই না, টাকার স্বদ গুণতেই ব্যস্ত । কঁাদিস কেন বাপু ? নেড়া বাবাড়ী কচি থোকাটি নয় যে, ছেলে-ধরায় নিয়ে যাবে । অমন বয়সে আমরাও অনেকবার ও রকম করেছি । কুচার দিন পরে আবার গোপনে ফিরে এসেছি ।” অন্য সময় ধীরেন ব্য গ্র হইয়া বিশ্বনাথ রায় নামক যণ্ডের গোশালায় প্রত্যাবর্ত্তম কাহিনী বাহির করিবার চেষ্টা করিত, কিন্তু এখন আর তাহার একথা ভাল লাগিতেছিল না, কারণ সে সত্য সত্য অনুপমকে ভাল বাসিত। শ্রোতার নিকট উৎসাহ ন পাইয়ু খুড়া মহাশয় ইকায় মনঃসংযোগ করিলেন । তাহা দেখিয়া ধীরেন ধীরে ধীরে সরিয়া গেল । রাত্রিতে তাহার ভাল আহার হয় নাই স্বতরাং তাহার স্বভাবতঃ লম্বমান উদরটি তাহাকে নীরব ভাষায় তিরস্কার করিতেছিল কিন্তু বন্ধুপ্রীতি তাহাকে তখন এতটাই অন্ধ করিয়া দেখিয়াছিল যে ঔদরিক তিরস্কার অগ্রাহ করিয়া সে বাহিরে গিয়া দাড়াইল । তখন হারান বাজারের বাক৷ রাস্তা দিয়া উপরে উঠতেছিল। তাঙ্গকে দেখিয়া ধীরেন একটা অবলম্বন পাইল । সে জিজ্ঞাসা করিল “হারু, কিছু খবর পেলি ?” হারান বিষন্ন বদনে উত্তর দিল “কোথায় আর খবর পাব ? কাকাকে টেলিগ্রাম করা হয়েছিল তার কিছু জবাব এসেছে কি ?”
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।