পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“কি ষ্ঠে নেড়াবাপ, একটা কথা নিবেদন করব কি ? : বুড়ে হয়েছি, এখন কি আর কথা কানে উঠবে ?” , অনুপম ভয়ে জড়সড় হইয় জিজ্ঞাসা করিল, “আজে, কি বলছেন ੇ। y" “বলছি কি বাপু, বয়সটা তে। ভাল না, এই বয়সে এত রাত্রি পর্য্যন্ত বাইরে বাইরে ঘুরে বেড়ানোট। কি উচিত বাপু ? তবে একট। রাত্তির পর্য্যন্ত বড় ফের না কেন ?” “কাল বায়োস্কোপ দেখতে গিয়েছিলুম, কাক ৷” “সে তো সন্ধ্যাবেলয়, তারপরে কোথায় ছিলে, বাপু ?" “তারপর—তারপর—একটা নেমস্তন্ন ছিল, কfক ” “রাত্রির একট পয্যন্ত কোথায় নেমস্তন্ন ছিল, ব{পু ?” অনুপম মাথা চুলকাইতে আরম্ভ করিল। বিশ্বনাথ খুড় বলিলেন, “মাথা চুলকুলেই কি নাম খুজে পাবে, বাপু ?” অনুপম উত্তর দিল না, সুতরাং রায় মহাশয় বলিয়াই চলিলেন, “দেখ বাপু, তোমরা কি মনে কর যে, বাপ-খুড়োগুলো একেবারে বুড়ে হয়ে জন্মেছিল ? আমাদেরও কাল ছিল, বুঝলে বাপু ! এমন একদিন ছিল, যখন তোমার এই বুড়ে বিশ্বনাথ খুড়োকে দেখলে লোকের মাথা ঘুরে যেতে । একবার শান্তিপুরে, বুঝলে কি না—” ধীরেন কোন সময়ে আসিয়া পিছনে দাড়াইয়াছিল তাহ অনুপম বা বিশ্বনাথ কেহই দেখিতে পায় নাই । সে এই সময় বলিয়া উঠিল, “বলুন তে কাক, সেই শান্তিপুরের রাসের মেলায় কি হয়েছিল ?”