অকণ্টকম br> কিন্তু কুকুরট দেখিল । নূতন মানুষের পদ-শব্দ পাইয় তাহার মনে যে আশার সঞ্চার হইয়াছিল, হারাণ ও ধীরেনের মুখ দেখিয়া সে আশা দূরীভূত হইল। নির্বাক পশু তাহার করুণ নিম্প্রভ চক্ষু দুইটি ছিন্ন পাদুকার উপর নিবিষ্ট করিয়| আগন্তুকদিগকে অভ্যর্থনা করিতে ভুলিয়৷ ” গেল। হারাণ তাই দেখিল, অতুপমের কুকুরের মনের ভাব সে বুঝিল, তাতার চক্ষুদ্ধয় জলে ভরিয়| আসিল । ধীরেন তাহা বুঝিতে . পারিল মা, কারণ সে দেখিতেছিল যে, বেবি পাঠ্য ভূগোলের মানচিত্র ন দেখিয়া আকাশে নিকদিষ্ট রেখায় অঙ্কিত খগোল অধ্যয়ন করিতে চিল । সকল দশেই মানব-ব্যাঘ্র একই জাতীয় । এই জাতীয় মানব BB BB BBS BBBB BBBB BB BBB BBBBBB BB BBB BBu আর কিছুই নাই ; অনেক সময়ে তাহদের বেশ-বিন্যাসে ও প্রসাধনে পুরুষজনোচিত মার্জিত রুচির অভাব দেখা যায় । কাশীর বাঙ্গালীটোলার যে ব্যাস্ত্রটির লোলুপ-দৃষ্টি ত ভগিনী মণিমালিনীর উপর পতিত হইয়াছিল, সে এই জাতীয় ব্যাঘ্র । সে দেখিতে নিতাস্ত কুরূপ ছিল না, কিন্তু সে মনে করিত যে তাহার কন্দপ-কাস্তি দেখিয়া কুলনারী মাত্রেই ছুটিয়া আসিয়া তাহার কণ্ঠলগ্ন হইবে। এই আশায় সে কাশীতে আসিয়া বাস করিত, কারণ সে শুনিয়াছিল যে, কাশীতে রূপসী যুবতীর অভাব নাই এবং কাশী-বাসিনী যুবতী কুলত্যাগ করিবার আশায় তাহার ন্যায় রূপবান যুবকের প্রতীক্ষায় পথের দিকে চাহিয়া বসিয়া থাকে । 6
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।