পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুল্কম را بby আগন্তুক তুয়রে করাঘাত করিতে বীরবল বাহিরে আসিল, সে ত" কে একখানি পত্র দিল, বীরবল তাহা লইয়া ভিতরে গেল, যাইবার সময়ে দুয়ার বন্ধ করিয়া দিয়া গেল । অল্পক্ষণ পরেই বীরবল ফিঙ্কুি আসিয়ু নবাগতকে বাড়ীর ভিতরে লইয়া গেল এবং তাহ। দেখিয় দেবনাথপুরার লোক বিস্মিত হইল। আগন্তুক বীরবলের সহিত দ্বিতলে উঠিয়া তারাপদ বাবুর বসিবার ঘরে প্রবেশ করিল। সে ধরট পুস্তকের রাজ্য, ছাদ ব্যৱীত সেই প্রকাগুঘরের সমস্ত স্থানই ইংরাজী, বাঙ্গাল ও ফারশী কেতাবে আচ্ছন্ন, মধ্যে সামান্য একটু বসিবার স্থান ছিল, তাহাতেই তারাপদ বাবু বসিয়াছিলেন । পায়ের শব্দ পাঠয়া নাকের চশম খুলিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি গোবিন্দর ছেলে, এখানে কখন এসেছ ?" আগম্বক গুহ স্বামীকে প্রণাম করিয়া বলিল, “আজ্ঞে, পরশু এসেছি ।" তখন তারাপদ বাবু তাহার দিকে চাহিয়া আবার জিজ্ঞাসা করিলেন, “পরশু এসেছ, এখানে ওঁঠনি কেন ? আগন্তুক বলিল, “আজ্ঞে, বাস খুজে পাইনি বলে, এই দু’দিন ধরে চেষ্টা করে তবে আপনার ঠিকানা পেয়েছি। আমি আপনার বাড়ীর কাছেই বাসা নিয়েছি।” “ঠিক কথা, গোবিন্দকে আমার ঠিকানাট জানান হয়নি। দেখ বাবাজী, আমি কাশী এসে পর্য্যন্ত ঠিক করে রেখেছি যে, আমি মরে গিয়েছি, বন্ধ বান্ধবের যে আমাকে দরকার হতে পারে সে কথাটা আমার মনেই হয় না, তুমি কাশীতে বেড়াতে এসেছ ত ?” অনুপম মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, “আজ্ঞে, বেড়াতেও বটে, তার সঙ্গে একটু কাজও আছে।”