3 a অসুত্রম তাহার ভাব দেখিয়া মণিমালিন লজ্জিত হইল, সে বলিল, তুমি এখন খাও, নেড়-দ’, সে পরের কথা পরে হবে’খন ।” তখন গ্রাসটা অতুপমের মুখে উঠিল । . এক চমুকে গরম চায়ের বাটাট। শেষ করিয়া অনুপম উঠিয়া দাড়াইল । মণি বুঝিল যে, সে লজ্জিত হইয়াছে বলিয়া পলাইতে চাহে, সুতরাং সে বাধা দিল না । অল্প পম বলিল, “আমি তবে জিনিসপত্তরগুলো নিয়ে আসুি, মণি ?" মণি বলিল, “যা ও, বাসা-বাড়ীতে থাকুলে মামাবাবু আমারই ওপর রাগ করবেন । তুমি বীরবলকে সঙ্গে নিয়ে যাও, নেড়া-দা, সে কুলিমজুর ৫৬কে দেবে, তুমি কেবল কে জিনিসপত্তর দেখিয়ে দিয়ে এস।” অতুপম মণির নিকট হইতে পলাইয়। লাচিল । BBBBBB DDD BBBB BBB BBBBBS BBBB BBB BBBBS পুরার পথে ব্যাঘ্র আবার তাঙ্গকে দেখিল । দেখিয় তাহার চক্ষু দুইটা জলিয়া উঠিল । অনুপম কিন্তু তাহার দিকে ন চাহিয়া বাড়ীর ভিতরে চলিয় গেল। সে যখন তিনতলায় উঠিল, তখন মণি আলে৷ জালিতেছিল, তাহার চেহারার পরিবর্তন দেখিয়া অনুপম অবাক হইয়া গেল, অনুপম যখন জিনিসপত্তর আনিতে যায়, তখন মণি ভদ্রগৃহস্থের বধুর মত একখান বিলাতী সাড়ী ও জাম পরিয়াছিল, তাহার ভিজা চুলগুলা পিঠের উপর এলাইয়া পড়িয়াছিল, কিন্তু এখন সে একটা লাল পেড়ে গেরুয়া শাড়ী ও তাহার উপরে এক ‘ গেরুয়া রঙের
পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।