苓8 অনুক্রম
বুঝিতে পারিয়াছে, অথচ সে যে কেমন করিয়া নিজের মনের কথ মণির নিকট ব্যক্ত করিবে তাহা খুজিয়া পাইল না । এইরূপে দেড় ঘণ্টা কাটিয়া গেল, অনুপম তারাপদ বাবুর কাছে ধাইতে ভুলিয়া, গেল । তখন মণি আসিয়া দুয়ারে দাড়াইয়া বলিল, “নেড়-দা, এখনও গালে হাত দিয়ে ভাব ছ, খাবার দিয়ে এসেছি, নীচে এস।” অনুপম অত্যন্ত লজ্জিত হইয়া মণিমালিনীর সহিং দ্বিতলে নামিয়া গেল । সকাল বেলায় অনুপম যখন তারাপদ বাবুর বাস হইতে বাহির হইল, তখন ফণী তাহার জন্য দেবনাথপুরার বাসার বাহিরে দাড়াইয়াছিল । সে অনুপমকে দেখিয়া বলিল, “মশাই কি এখন বেড়াতে যাচ্ছেন ?" অনুপম একটু বিরক্ত হইয়াই বলিল, “আঞ্জে হ্য।” ফণী কিন্তু সহজে ছাড়িবার পাত্র নহে, সে বলিয়া উঠিল, "আপনি আমাকে চিনতে পাচ্ছেন না অনুপম বাদু ?” অনুপম তাহার কথা শুনিয়া অবাক হইয় তাহার মুখের দিকে চাহিয়া রহিল এবং অনেক ক্ষণ পরে বলিল, “আপনার সঙ্গে কি আমার পূর্ব্বে কখন আলাপ হয়েছিল ?” ফণী পূর্ব্বে কখনও অনুপঘকে দেখে নাই কিন্তু সে বাড়ীওয়ালী ত্রিপুর দিদির নিকট হইতে তাহার নাম-ধাম জানিয়া লইয়াছিল, এখন সে কিছুমাত্র অপ্রতিভ না হইয়া বলিল, “হয়েছিল বৈ কি মশাই, এর মধ্যেই ভুলে গেলেন ?”