পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অন্ধকারের অফ্রিকা করে রাখতে সমর্থ হবে না। হয়ত এরূপ আইনের অস্তিত্ব থাকবে কি না তার কথা অতি সত্বরই ঠিক হবে। যতদূর দৃষ্টি যায় ততদুর এই সুখময় ভূমি দেখে আমি আনন্দিত হয়েছিলাম । বিকালে একটি জ্বলাভূমির কাছে আমরা থাকবার বন্দোবস্ত করলাম। আমাদের সংগে তঁাবু ছিল না। আমার মশারিটাই আঁবু করে নিয়ে বিশ্রাম করলাম। সন্ধ্যার সময় মশার উপদ্রব্য ছিল না । বড় করে আগুন প্রজ্বলিত করা হল না । কাফে, মাংস এবং রুটির বন্দোবস্ত হল। কয়েকটা পেয়াজ এবং আলুও সিদ্ধ হল । সিগারেট আমাদের সংগে ছিল। এবার "খাবার খেয়ে ঘুমালেই হল। কিন্তু ঘুমালাম না । সার্থী নিগ্রোদের সংগে তাদের সামাজিক নিয়মকাচুনের কথা নিয়েই আলোচনা করতে লাগিলাম।

  • এই নিগ্রোদ্বয় শিক্ষিত । আফ্রিকার ইতিহাস, ভূগোল এবং পৃথিবীর প্রায়ু সংবাদই এরা রাখে, তবে এরা নিগ্রো বলেই এদের জ্ঞানের কোন মূল্য নেই। যে জ্ঞান পেলেও ব্যবহারে লাগান যায় না। সে জ্ঞানের কোন মূল্য থাকে না। জ্ঞানের ব্যবহার করতে হয় । এতে যদি কোিট স্বাদ সাধে। তবে তার সংগে বাদ সাধতে হয় । আমার সংগীদ্বয় ভাগ্যে বিশ্বাসী ।

এদের সংগে কথা বলে জানলাম, নিগ্রোদের এখনও মানবিক বৃত্তিগুলি ঠিক ঠিক বিকশিত হয় নি। বর্বর যুগে মানুষ প্রকৃতির সংগে লড়াই করার জন্যই তার মনোেৱ বিকাশ হয়েছিল। কিন্তু নিগ্রোর সে সুবিধা মোটেই পায় নি। তারা বর্বর যুগ কাকে বলে তা ধারণাও করতে পারে না। এরই মাঝে তারা বিনা কষ্টে মাটির ঘর, অক্ষর, নানারূপ খাদ্য এবং পরিধেয় পেয়ে গেছে। তাদের এখন একটি জিনিষ পেতে হবে, সেটি হল রক্তের বিনিময় ! এইটিই যাতে করে তাদের,