পাতা:অন্নদামঙ্গল.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌb~ श्रब्रमूमिक्रब्न । আনন্দকানন কাশী করিয়াছি স্থান। তব অধিষ্ঠান বিনা কেবল শ্মশান ॥ তুমি মুলপ্রকৃতি সকল বিশ্বমুল । সেই ধন্য তুমি যারে হও অস্থকুল ৷ তুমি সকলের সার অসার সকল । যেখানে তোমার দয়া সেখানে মঙ্গল ॥ " ধর্ম্ম অর্থ কাম মোক্ষ ভেtণর ভজনে । সেই ধন্য তুমি দয়া কর যেই জনে ॥ সত্ত্ব রজ তমোগুণে প্রবেশিয়া তুমি। স্বষ্টি কৈলা স্কুরলোক রসাতল ভূমি । বিধি বিষ্ণু আমি আদি নানা মূর্তি ধর। স্বষ্টি স্থিতি এলয় লীলায় নিত্য কর । আনন্দকানন কাশী সানন্দ করিয়া । বিহার করহ মোরে সদয় হইয়া ॥ এইরূপ তপস্যায় গেল কত ক'ল। শরীরে জম্মিল শাল পিয়াল তমাল ॥ চর্ম্ম মাংস আদি গেল অস্থি মাত্র শেষ । তথাপি না হম অন্নদার দয়ালেশ ॥ এইরূপ তপ করে যত সহচর ।. রচিল ভারতচন্দ্র রায় (১ণাকর ॥ مم- سمساس مشمس ব্রহ্মাদির তপ । শিবের দেখিয়া তপ করিতে অন্নদাজপ ব্রহ্মা হইলেন ব্রহ্মচারী।