পাতা:অন্নদামঙ্গল.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSo ज्रन्नोभक्रव्न् । কপালে চড়ক ফোট গলে উপবীত মোট বাহুমুলে শঙ্খচক্ররেখা । সর্ব্বাঙ্গে শোভিত ছাবা কাল মৃগ বাঘথাবা সারি সারি হরি নাম লেখ1 | তুলসীর কণ্ঠী গলে লম্বি মালা করতলে হাতে কাণে থরে থরে মালা । কোশ কুশী কুশাসন কক্ষতলে সুশোভন তাহে কৃষ্ণসারমৃগছাল ॥ " কটিতটে ডোর ধরি তাহতে কপীন পরি বহির্ব্বাসে করি অনঙ্গহীদন । কুমণ্ডলু তুৰীফল করঙ্গ পীবারে জল হাতে আশা হিঙ্গ লবরণ। এই বেশে শিষ্যগণ সঙ্গে ফিরে অস্ট্রক্ষণ পজি পুথি বোঝা বোঝা লয়ে । নিগম আগম মত পুরাণ সংহত যত তর্কাতর্কি নানামত কয়ে । কে কোথা কি করে দীন কে কোথা কি করে ধ্যান পূজা করে কেবা কিবা দিয়া । কে কোথা কি মন্ত্র লয় কোথা কোন যজ্ঞ হয় আগে ভাগে উত্তরেন গিয় ॥ জগতের হিতে মন উৰ্দ্ধবাহু হয়ে কন ধর্ম্মে-মতি হউক সবার । ধন নাহি স্থির রয় দীরা আপনার নয় সেই ধর্ম্ম পরলোকে সার ॥