সূর্য্যবন্দনা।
ভাস্করায় নমঃ হর মোর তমঃ দয়া কর দিবাকর।
চারি বেদে কয় ব্রহ্ম তেজোময় তুমি দেব পরাৎপর॥
দিনকর চাহ দীনে।
তোমার মহিমা বেদে নাহি সীমা অপরাধ ক্ষম ক্ষীণে॥
বিশ্বের কারণ বিশ্বের লোচন বিশ্বের জীবন তুমি।
সর্ব্ব দেবময় সর্ব্ব বেদাশ্রয় আকাশ পাতাল ভূমি॥
একচক্র রথে আকাশের পথে উদয়গিরি হইতে।
যাহ অস্তগিরি একদিনে ফিরি কে পারে শক্তি কহিতে॥
অতিখর কর পোড়ে মহীধর সিন্ধুর জল শুখায়।
পদ্মিনী কেমনে হাসে হৃষ্টমনে তোমার তত্ত্ব কে পায়॥
দ্বাদশ মূরতি গ্রহগণপতি সংজ্ঞা ছায়া নারী ধন্যা।
শনি যম মনু তব অঙ্গ জনু যমুনা তোমার কন্যা॥
বিশ্বের রক্ষিতা বিশ্বের সবিতা তাই সে সবিতা নাম।
তুমি বিশ্বসার মোরে কর পার করি এ কোটি প্রণাম॥
কোকনদোপর, থাক নিরন্তর অশেষ গুণসাগর।
বরাভয় কর ত্রিনয়ন ধর মাথায় মাণিকবর॥
স্মরিলে তোমায় পাপ দূরে যায় আসরে সদয় হবে।
কৃষ্ণচন্দ্র ভূপে চাহিবে স্বরূপে ভারতচন্দ্রের স্তবে॥
বিষ্ণুবন্দনা।
কেশবায় নমঃ নমঃ পুরাণ পুরুষোত্তম
চতুর্ভুজ গরুড়বাহন।