পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের ভিক্ষাবারণ। ১২৩ হর শশাঙ্কশেখর দয়া কর। বিভূতিভূষিতকলেবর । তরঙ্গভঙ্গিত ভুজঙ্গরঙ্গিত কপর্দমতি জটাধর। গণেশশৈশব বিভূতিবৈভব ভবেশ ভৈরব দিগম্বর। ভুজঙ্গকুণ্ডল পিশাচমণ্ডল মহুকুতুহল মহেশ্বর। রজঃপ্রভায়ত পদাম্বুজনিত সুদীনভারত শুভঙ্কর । এইরূপে বেদবfাস রহিল কাশীতে। নন্দিরে কহেন শিব হাসিতে হাসিতে ] দেখ দেখ অহে মন্দি র্যাসের দুৰ্দৈব। ছিল গোড়া বৈষ্ণৰ হইল গোড়া শৈব ॥ যবে ছিল বিষ্ণু ভক্ত মোরে না মানিল । যদি হৈল মোর ভক্ত বিষ্ণুরে ছাড়িল । কি দোষৈ মুছিল হরিমন্দিরফোটায়। কি দোষে ফেলিল চিড়ি তুলসীমালুয় | হের দেখ তুলসীপত্রের গড়াগড়ি। * বিল্বপত্র লইয়া দেখহ রড়ারুড়ি ॥ হের দেখ টানিয় ফেলিল শালগ্রাম । রাগে মত্ত হইয়। ছাড়িল হরিনাম । মেগর ভক্ত হয়ে যেবা ੇ মানে হরি । আমিত তাহার"জ গ্রহণ না করি ॥ হরিভক্ত হয়ে যে বা মা মানে অীমারে। কদাচ কমলাকান্ত ন চাহেন ভারে । হরি হর দুই মোরা অভেদশরীর । অভেদে যে জন ভজে সেই ভক্ত ধীর ।