পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्ठान्नम्नुभक्रछन् । ه9لا أ তুমি কি বুঝিবা তার চলনি। আপনার নাম দেন আপনি } আমার বচন শুন হে ব্যাস । কদাচ না কর হেন প্রয়াস ] , শিবনিন্দা কর এ দায় বড়। শিব পদে মন করহ দড় ॥, শবনিন্দ তুমি কর কেমনে। দক্ষযজ্ঞ বুঝি পড়ে না মনে । পুন না কহিও আমার কাছে। যেগুনে তাহার পাতক আছে জানেন সকল শঙ্কর স্বামী । এসব কথায় না থাকি আমি । শুনিয়া ব্যাসের হইল রোষ। ভারত কহিছে এবড় দোষ | ব্যাসকৃত গঙ্গ তিরস্কার । ব্যাসের হইল ক্রোধ তেয়াগিয়া উপরোধ গঙ্গারে কহেন কটুভাষে। কালের উচিত কর্ম্ম জানিহু তোমার মর্ম্ম তুমি মোরে হাস উপহাসে । ভোরে অন্তরঙ্গ জানি করিহ যুগলপাণি উপকারে আসিতে আমার । তাহা হৈল বিপরীত আর কহ অহচিত দৈবে করে কি দোষ তোমার ॥ আমি যারে প্রকাশিম আমি যাtর বাড়াই তু সেহ মোরে তুচ্ছ কৰি কহে । মাভঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে এ দুঃখ পরাণে নাহি সহে ॥ উচিত কহিৰ যদি নদীমধ্যে তুমি নদী পুণ্যৰ্তীর্থ বলি কে জানিত ।