পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অন্নদামঙ্গল।


ছয় ঋতু সহচর বসন্ত কুসুমশর
নিরবধি সেবে রাঙ্গাপায়॥
ভৃঙ্গের হুঙ্কার রব কুহরে কোকিল সব
পুর্ণচন্দ্র শরদযামিনী।
বীণা বাঁশী আদি যন্ত্রে গান করে কামতন্ত্রে
ছয় রাগ ছত্রিস রাগিণী॥
উর প্রভু শ্রীনিবাস নায়কের পুর অংশ
নিবেদিনু বন্দন বিশেষে।
ভারত ও পদ আশে নুতন মঙ্গল ভাষে
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে॥



কৌষিকীবন্দনা।

কৌষিকি কালিকে চণ্ডিকে অম্বিকে প্রসীদ নগনন্দিনি।
চণ্ডাবিনাশিনি মুণ্ডনিপাতিনি শুম্ভনিশুম্ভঘাতিনি॥

শঙ্করি সিংহবাহিনি।


মহিষমর্দ্দিনি দুর্গবিঘাতিনি রক্তবীজনিকৃন্তিনি॥
দিনমুখরবি কোকনদ ছবি অতুল পদ দুখানি।
রতন নূপুর বাজয়ে মধুর ভ্রমরঝঙ্কার মানি॥
হেমকরিকর উরু মনোহর রতন কদলিকায়।
কটি ক্ষীণতর নাভি সরোবর মূল্য অম্বর তায়॥
কমল কোরক কদম্বনিন্দক করিসুতকুম্ভউচ।
কাঁচুলি রঞ্জিত অতিসুশোভিত অমৃতপূরিত কুচ॥
সুবলিত ভুজ সহিত অম্বুজ কনক মৃণাল রাজে।
নানা আভরণ অতিসুশোভন কনক কঙ্কণ বাজে॥