পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কৌষিকীবন্দনা ।

কোটি শশধর বদন সুন্দর ঈষদ মধুর হাস।
সিন্দূরমার্জ্জিত মুকুতারঞ্জিত দশনপাঁতি প্রকাশ॥
সিন্দূর চন্দন ভালে সুশোভন রবিশশি এক ঠাঁই।
কেবা আছে সমা কি দিব উপমা ত্রিভুবনে হেন নাই॥
শিরে জটাজূট রতন মুকুট অর্দ্ধ শশী ভালে শোভে।
মালতী মালায় বিজুলি খেলায় ভ্রমর ভ্রময়ে লোভে॥
কহি জোড়করে উরহ আসরে ভারতে করহ দয়া।
কৃষ্ণচন্দ্র রায়ে রাখ রাঙ্গা পায়ে অভয় দেহ অভয়া॥


লক্ষ্মীবন্দনা।

উর লক্ষ্মি কর দয়া।
বিষ্ণুর ঘরণী ব্রহ্মার জননী কমলা কমলালয়া॥
সনাল কমল সনাল উৎপল দুখানি করে শোভিত।
কমল অসন কমল ভূষণ কমলমাল ললিত॥
কমল চরণ কমল বদন কমল নাভি গভীর।
কমল দুকর কমল অধর কমলময় শরীর॥
কমলকোরক কদম্বনিন্দক সুধার কলস কুচ।
করি অরি মাজে জিনি করিরাজে কুম্ভযুগচারু উচ॥
সুধাময় হাস সুধাময় ভাষ দৃষ্টিতে সুধা প্রকাশ।
লাক্ষার কাঁচুলী চমকে বিজুলী বসন লক্ষ্মীবিলাস॥
রূপ গুণ জ্ঞান যত যত স্থান তুমি সকলের শোভা।
সদা ভুঞ্জে সুখ নাহি জানে দুখ যে তব ভকতিলোভা॥
সদা পায় দুখ নাহি জানে সুখ তুমি হও যারে বাম।
সবে মন্দ কয় নাম নাহি লয় লক্ষ্মীছাড়া তার নাম॥