পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদার জরতীৰেশে ব্যাসছলনা। ১৫৩ মৃদুস্বরে কথা কন অন্তরে হাসিয়া । আরে বাছ বেদব্যাস কি ক্লর বসিয়া । ভিন কাল গিয়া মোর এক কাল আছে। পতি পুত্র ভাই বাপ কেহ নাই কাছে ॥ বচিতে বাসন নাই মরিবারে চাই । কোথা মৈলে,মোক্ষ হবে,ভাৰিয়া না পাই । কাশীতে মরিলে ভণহে পণপভোগ আছে । তারক মন্ত্রেতে শিব মোক্ষ দেন পাছে । এই ভয়ে সেখানে মরিতে সাদ নাই । মৃত্যুমাত্র মোক্ষ হয় কোথা হেন ঠাই ॥ তুমি নাকি কাশী করিয়াছ মহাশয়। সত্য করি কহ এথা মরিলে কি হয় | ব্যাস কন এই পুরী কণশী হৈতে বড়। মৃত্যু মুকু মোক্ষ হয় এই কথা দড় | বুদ্ধি যদি থাকে বুড়ী এথ বাস কর । সদ্য মুক্ত হবি যদি এইখানে মর। ছলেতে অন্নদা দেবী কহেনু রুষিয়া । মরণ টাকিলি বেঁটা অনাথ দেখিয়া । তোর মন্সে আমি বুড়ী এখনি মরিব । সকলে মরিবেsআমি বসিয়1 দেখিব ॥ । উৰ্দ্ধগ বিকারে মোর পড়িয়াছে দাত । অন্ন বিনা অন্ন বিন শুখীয়েছে তাত । বামুতে পাকিয় চুল হৈল শণলুড়ি। বাতে করিয়াছে খোড়া চলি গুড়ি গুড়ি ॥