পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদীর জরতীবেশে ব্যাসছলন। ১৫৫ এই রূপে দেবী বার পাঁচ ছয় সাত । ব্যাসের নিকটে করিলেন যাতায়াত ॥ দৈবদোষে ব্যাসদেবে উপজিল ক্রোধ । বিরক্ত করিল মাগী কিছু নাহি বোধ । একে বুড়ী আরো কালা চক্ষে নাহি সুঝে । বারে বারে ধ্যান ভাঙ্গে কহিলে না বুঝে ॥ ডাকিয় কহুিল ক্রোধে কাঁণের কুহরে। গর্দভ হইবে বুড়ী এখানে যে মরে । বুঝিম্ বুঝিছু বলি করে ঢাকি কাণ । তথাস্তু বলিয়া দেৱী কৈলা অন্তৰ্দ্ধান ॥ বুড়ী ন দেখিয়া ব্যাস অণন্ধার দেখিল । হায় বিধি অন্নপুর্ণ আসিয়া ছলিলা ॥ নিকটে পাইয়া নিধি চিনিতে নারিন্থ। হায় রে আপন খেয়ে কি কথা কহিস্থ ॥ বিধি বিষ্ণু শিব আদি তোমার মায়ায়। মৃণালের তন্তুমধ্যে সদা আসে যায় । প্রকৃতিপুরুষরূপ তুমি সুক্ষ স্থল ! কে জানে তোমার তত্ত্ব पूमिं বিশ্বমুল ॥ বাক্যতীক্ত গুণ তব বাক্যে কত কব । শক্তিযোগে শিরসংজ্ঞ শক্তিলোপে শব } নিজ আত্মতত্ত্ব বিদ্যাতত্ত্ব শিবতত্ত্ব। তব দত্ত তত্ত্বজ্ঞানে ঈশের ঈশত্ব ॥ শরীর করিন্থ ক্ষয় তোমারে ভাবিয়া । কি গুণ বাড়িল ভব ব্যাসেরে ছলিয়া ॥