পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
অন্নদামঙ্গল।


ভব নাম লয়ে লক্ষ্মীপতি হয়ে ত্রিলোক পালেন হরি।
যাদোগণেশ্বর হৈলা রত্নাকর তোমারে উদরে ধরি॥
যে আছে সৃষ্টিতে নাম উচ্চারিতে প্রথমে তোমার নাম।
তোমার কৃপায় অনায়াসে পায় ধর্ম্ম অর্থ মোক্ষ কাম॥
উর মহামায়া দেহ পদছায়া ভারতের স্তুতি লয়ে।
কৃষ্ণচন্দ্র বাসে থাক সদা হাসে রাজলক্ষ্মী স্থিরা হয়ে॥


সরস্বতী বন্দনা।

উর দেবি সরস্বতি স্তবে কর অনুমতি
বাগীশ্বরি বাক্যবিনোদিনি।
শ্বেত বর্ণ শ্বেত বাস শ্বেত বীণা শ্বেত হাস
শ্বেতসরসিজনিবাসিনি॥
বেদ বিদ্যা তন্ত্র মন্ত্র বেনু বীণা আদি যন্ত্র
নৃত্য গীত বাদের ঈশ্বরী।
গন্ধর্ব্ব অন্সরগণ সেবা করে অনুক্ষণ
ঋষি মুনি কিন্নর কিন্নরী॥
আগমের নানা গ্রন্থ আর যত গুণপন্থ
চারি বেদ আচার পুরাণ।
ব্যাস বাল্মীকাদি যত কবি সেবে অবিরত
তুমি দেবী প্রকৃতিপ্রধান॥
ছত্রিস রাগিণী মেলে ছয় রাগ সদা খেলে
অনুরাগ যে সব রাগিণী।
সপ্ত স্বর তিন গ্রাম মূর্চ্ছনা একুশ নাম
শ্রুতি কলা সতত সঙ্গিনী॥