পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুন্ধরের মর্ত্যলোকে জন্ম। ১৬৫ হেন কালে এক রামা স্বান করি যায় । তৈল বিন চুলে জটা খড়ি উড়ে গায় ॥ লতা বান্ধী পক্টাপাতে•কটি অtছাদন । ঢাকিয়াছে পদ্মপাতে মগ্ন আর স্তন | অন্ন বিনা কলেবরে অস্থিচর্ম্ম সার । গেয়ে লোকে দিয়াছে পদ্মিনী নাম ভার। আয়তের চিহ্ন হাতে লোহা এক গাছি। পান বিনা পদ্মিনীর মুখে উড়ে মাছি ॥ তারে দেখি অন্নদীর উপজিল দয়া । হের আস বলি তারে ডাক দিল জয় ॥ অভিমানে সেই রাম কারেহ না চায় । মহুষ্য দেখিলে পথে বনে বনে যায় ॥ নিকটে বিজয়া গিয়া কহিল তাহারে । হের এই ঠাকুরাণী ডাকেন তোমারে । শুনিয়া কহিছে রামা করিয়া ক্রীদন। কে ডাকিলে অভাগীরে কে আছে এমন ॥ পদ্মগন্ধ যার গায় সে হয় পুদ্মিনীপদ্মপাত পরি আমি হয়েছি পদ্মিনী ॥ দুটে কুড়াইয়া স্বামী বেচেন বাজারে। . যে পান খাইভে তাহ না আঁটে উহারে । মৌলিক কায়স্থ জাত্বি পদবীতে হোড়। কত কষ্টে মিলে এটে নাহি মিলে থোড় ॥ বাহর্ত্তরে কায়স্থ বলিয়৷ গালি আছে। বসিতে না পণন ভাল কায়স্থের কাছে ॥