পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>q○ অন্নদামঙ্গল । হেন কালে বসুন্ধর অব্যাহতরূপে । কান্দিয়া কহিছে মজি পতিশোক কুপে ॥ আমার স্বামিরেলয়ে মানুষ করিয়া। আনন্দে রাখিল তারে তিন নারী-দিয়া ॥ স্বামিহীন আমি ফিরি কান্দিয়া কান্দিয়া । এত দুঃখ দেহ মোরে কিসের লাগিয়া ॥ আপনিত জান স্ত্রীলোকের'ব্যবহার। সতিনী লইলে পতি বড়ই প্রহর । বরঞ্চ শমনে লয় তাহ৷ সহে গণয়। সতিনী লইলে স্বামী সহ নাহি যায় ॥ শিব যদি যান কভু কুচনীর বাড়ী। ভাবহ আপনি কত কর তাড়াতাড়ি ॥ পরদুঃখ সেই ৰুঝে আপনা যে বুধে । অন্তর্যামিনী তুমি তবু নাহি সুঝে । ঠাকুরাণী দাসীরে না দিবে যদি দৃষ্টি । তবে কেন স্ত্রীপুরুষে কৈলা রতিস্থষ্টি ॥ ব্রহ্মরূপ তুমি ভেঁই নাহি পাপ পুণ্য । হৌক মেনে জানা গেল বিবেচনাশূন্য । এইরূপে বসুন্ধর গর্ব্বিত ভৎসনে। ধান্দিয়া কহিছে দেবী হামিছেন মনে । জয় বলে এই ভাল হইল উপায়। ইহারে মামুৰী করিবিভা দেহ তায় ॥ ইহার কন্দলে তার অলক্ষণ হবে । , তাহারে ছাড়িতে তুমি পথ পাবে তবে ॥