পাতা:অন্নদামঙ্গল.djvu/১৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
অন্নদামঙ্গল।


তুমি দেবী পরাৎপরা সুখদাত্রী দুঃখহরা
অন্নপূর্ণা অন্নে কর পূর্ণ॥
রক্তসরসিজোপরি বসি পদ্মাসন করি
পদতলে নব রবি দেখা।
রক্তজবাপ্রভাহর অতিমনোহরতর
ধ্বজ বজ্রাঙ্কুশ ঊর্দ্ধরেখা॥
কিবা সুবলিত ঊরু কদলীকাণ্ডের গুরু
নিরুপম নিতম্বে কিঙ্কিণী।
শোভে নিরুপম বাস দশ দিশ পরকাশ
ত্রিভুবনমোহন কারিণী॥
কটি অতি ক্ষীণতর নাভি সুধাসরোবর
উচ্চ কুচ সুধার কলশ।
কণ্ঠ কম্বুরাজ রাজে নানা অলঙ্কার সাজে
প্রকাশে ভুবন চতুর্দ্দশ॥
কিবা মনোহর কর মৃণালের গর্ব্ব হর
অঙ্গুলী চম্পকচারুদল।
কণিরাজফণমণি কঙ্কণের কণকণি
নানা অলঙ্কার ঝলমল॥
বাম করতলে ধরি কারণ অমৃত ভরি
পানপত্র রতননির্ম্মিত।
রত্ন হাতা ডানি হাতে সঘৃত পলান্ন তাতে
কিবা দুই ভুজ সুললিত॥
চর্ব্ব্য চুষ্য লেহ্য পেয় নানা রস অপ্রমেয়
বিবিধ বিলাসে পরশিয়া।