পাতা:অন্নদামঙ্গল.djvu/২৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬
অন্নদামঙ্গল।


সেই আজ্ঞা মত কবি রায়গুণাকর।
অন্নদা মঙ্গল কহে নবরসতর॥



কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন।

নিবেদনে অবধান কর সভাজন।
রাজাকৃষ্ণচন্দ্রের সভার বিবরণ॥
চন্দ্রে সবে ষোল কলা হ্রাস বৃদ্ধি তায়।
কৃষ্ণচন্দ্র পরিপুর্ণ চৌষট্টি কলায়॥
পদ্মিনী মুদয়ে আঁখি চন্দ্রেরে দেখিলে।
কৃষ্ণচন্দ্রে দেখিতে পদ্মিণী আঁখি মিলে॥
চন্দ্রের হৃদয়ে কালী কলঙ্ক কেবল।
কৃষ্ণচন্দ্র হৃদে কালী সর্ব্বদা উজ্জ্বল॥
দুই পক্ষ চন্দ্রের অসিত সিত হয়।
কৃষ্ণচন্দ্রে দুই পক্ষ সদা জ্যোৎস্নাময়॥
প্রথম পক্ষেতে পাঁচ কুমার সুজন।
পঞ্চ দেহে পঞ্চমুখ হৈলা পঞ্চানন॥
প্রথম সাক্ষাৎ শিব শিবচন্দ্র রায়।
দ্বিতীয় ভৈববচন্দ্র ভৈববের প্রায়॥
তৃতীয় যে হরচন্দ্র হরঅবতার।
চতুর্থ মহেশচন্দ্র মহেশআকার॥
পঞ্চম ঈশানচন্দ্র তুল্য দিতে নাই।
ফুলের মুখটি জয়গোপাল জামাই॥
দ্বিতীয়প ক্ষর যুবরাজ বাজকায়।
মধ্যম কমার খ্যাত শম্ভুচন্দ্র রায়॥