এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রসূতিস্তবে দক্ষজীবন।
৩৭
বিধি বিষ্ণু আদি সবে দক্ষেরে লইয়া।
যজ্ঞ পূর্ণ কৈল শিবে অগ্রভাগ দিয়া॥
যজ্ঞস্থানে সতী দেহ দেখিয়া শঙ্কর।
বিস্তর রোদন কৈলা কহিতে বিস্তর॥
শিরে লয়ে সতীদেহ্ করিলা গমন।
গুণ গেয়ে স্থানে স্থানে করেন ভ্রমণ॥
বিধি সঙ্গে মন্ত্রণা করিলা গদাধর।
সতীদেহ থাকিতে না ছাড়িবেন হর॥
তথায় সতীর দেহ গিয়া চক্রপাণি।
কাটিলেন চক্রধারে করি খানি খানি॥
যেখানে যেখানে অঙ্গ পড়িল সতীর।
মহাপীঠ সেই স্থান পূজিত বিধির॥
করিয়া একান্ন খণ্ড কাটিলা কেশব।
বিধাতা পূজিলা ভব হইলা ভৈরব॥
একমত না হয় পুরাণমত যত।
আমি কহি মন্ত্রচূড়ামণিতন্ত্রমত॥
আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণি ঈশ্বর।
রচিলা ভারতচন্দ্র রায় গুণাকর॥
পীঠমালা।
ভবসংসার ভিতরে। ভব অবানী বিহরে॥
ভূতময় দেহ নবদ্বার গেহ নরনারীকলেবরে॥
গুণাতীত হয়ে নানাগুণ লয়ে দোহে নানা খেলা করে॥
৪