পাতা:অন্নদামঙ্গল.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
অন্নদামঙ্গল।

মণিবেদে মণিবন্ধ পড়িল তাঁহার।
স্থাণু নামে ভৈরব সাবিত্রী দেবী তাঁর॥ ২৩॥
প্রয়াগেতে দুহাতের অঙ্গুলী সরস।
তাহাতে ভৈরব দশ মহাবিদ্যা দশ॥ ২৪ ইং ৩৩॥
বাহুলায় বাম বাহু ফেলিলা কেশর।
বাহুলা চণ্ডিকা তাহে ভীরুক ভৈরব॥ ৩৪॥
মণিবন্ধে বাম মণিবন্ধ অভিরাম।
সর্ব্বানন্দ ভৈরব গায়ত্রী দেবী নাম॥ ৩৫॥
জালন্ধরে তাঁহার পড়িল এক স্তন।
ত্রিপূরমালিনী দেবী ভৈরব ভীষণ॥ ৩৬॥
আর স্তন পড়ে তাঁর রামগিরি স্থানে।
শিবানী দেবতা চণ্ড ভৈরব সেখানে॥ ৩৭॥
বৈদ্যনাথে হৃদয় ভৈরব বৈদ্যনাথ।
দেবী তাহে জয়দুর্গা সর্ব্ব সিদ্ধি সাথ॥ ৩৮॥
উৎকলে পড়িল নাভি মোক্ষ যাহা সেবি।
জয় নামে ভৈরব বিজয়া নামে দেবী॥ ৩৯॥
কাঞ্চীদেশে পড়িল কাঁকালি অভিরাম।
দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম॥ ৪০॥
নিতম্বের অর্দ্ধ কালমাধবে তাহার।
অসিতাঙ্গ ভৈরব দেবতা কালী তাঁর॥ ৪১॥
নিতম্বের আর অর্দ্ধ পড়ে নর্ম্মদায়।
ভদ্রসেন ভৈরব শোণাক্ষী দেবী তায়॥ ৪২॥
মহামুদ্রা কামরূপে রজোযোগ যায়।
রাবানন্দ ভৈরব কামাখ্যা দেবী তায়॥ ৪৩॥