এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার tyన গুপ্ত কথাটা জানিত, তথাপি, তাহার নিজের আকৃতি হইতে এই প্রতিবিম্ব এত তফাৎ যে, সে সহসা যেন বিশ্বাস করিতে পারিতেছিল না, আয়নার এই প্রতিবিম্ব তাহারই মুখের প্রতিবিম্ব কি না। অক্টেভ এই অপরিচিত ছায়া-মূর্ত্তিটা একদৃষ্টে দেখিতে লাগিল, উহা হইতে চোখ ফিরাইতে পারিতেছিল না । সে দেখিল উহ। আর একজনের ছায়া-মর্ত্তি। ইচ্ছা-নিরপেক্ষভাবে সে একবার খোজ করিয়া দেখিল, কোন্ট ওলাফ চিমনীর কাছে তাহার পাশে দাড়াইয়া আছেন কি না, এবং তাহারই ছায়া পড়িয়াছে কি না । কিন্তু কাহাকেই দেখিতে পাইল না । দেখিল-সে একলাই আছে। নিশ্চয়ই এই সমস্ত ডাক্তার শেরবোনের কাণ্ড । কয়েক মিনিট পরে, কেন্টি-দেহ অক্টেভ,—প্রাস্কোভির স্বামীর শরীরের মধ্যে তার আত্মা যে প্রবেশ করিয়াছে, এই চিন্ত হইতে বিরত চহয় তাহার সিস্থার গতিকে বর্তমান অবস্থার কতকটা অনুযায়ী করিয়া তুলিল । সমস্ত সম্ভাবনার বহির্ভূত এই অবিশ্বাস্ত ঘটনা, যাহা স্বপ্নেও কখন ভাবা যায় না, তই কি না ঘটিল! এখনই সেই বহুদিনের আরাধা দেবীর সম্মুখে আমি উপস্থিত হইব, তিনি আর আমাকে প্রত্যাখ্যান করিবেন না ! সেই অকলঙ্ক অনিন্দিত রূপসীর সংসর্গে আমার চির-অভিলাষ পূর্ণ হইবে! সেই চূড়ান্ত মুহূর্ত্ত যতই কাছাকাছি হইতে লাগিল, ততই তাহার মনের উদ্বেগ বাড়িতে লাগিল। প্রকৃত প্লেমের যে সঙ্কোচ ও ভীকতা, তাই আসিয়া আবার দেখা দিল—যে ঐ প্রেম এখনো অক্টেভের অনাদৃত, হীন দেহের মধ্যেই অবস্থিতি করিতেছে। রাণীর পরিচারিকার আগমনে, এই সমস্ত চিন্তা ও উদ্বেগ অপসারিত হইল। যখন পরিচারিক নিকটে আসিল, তখন কেন্ট-দেহ অষ্টেভের •