অবতার Ye Q “সাভিলের সন্ত্রান্ত গৃহস্থ অক্টেভ।” কোন-না-কোন দিন এইরূপ সাক্ষাৎকার ঘটবে মনে মনে জানিলেও, ঐ সাদাসিধা শব্দগুলি শুনিবামাত্র প্রকৃত অক্টেভের মুখ পাণ্ডুবর্ণ হইয়া গেল ; মনে হইল তাহার কাণের কাছে, হঠাৎ যেন “অন্তিম-বিচারের” তুরী-নিনাদ হইল। সাহসের উপর খুব ভর করিয়া, মনে মনে ভাবিল, এখনো এমন অবস্থা দাড়ায় নাই, যাহাতে আপনাকে একেবারে নিরুপায় বলিয়া মনে হইতে পারে। অতর্কিতভাবে অক্টেভ একটা কোঁচের পুণ্ঠদেশ ধরিয়া ফেলিল, এবং তাহার উপর ভর দিয়া দাড়াইয়া বাহ্যতঃ মুথে একটা শান্ত ও দৃঢ়তার ভাব রক্ষা করিতে সমর্থ হইল। অক্টেভ-দেহধারী প্রকৃত কৌণ্ট ওলাফ কোণ্টেসের দিকে অগ্রসর তইয়া তাহাকে খুব নত হইয়া অভিবাদন করিল। অক্টেভ-দেহ কেন্ট ও কৌন্ট-দেহু অক্টেভ ইহঁাদের পরস্পরের মধ্যে পরিচয় করিয়া দিয়া, কোণ্টেস বলিলেন ;– “ইনি লাবিন্স্কির কৌন্ট-ইনি সাভিলের অক্টেভ—” এই দুই ব্যক্তি পরস্পরকে ঠাণ্ড ভাবে অভিবাদন করিয়া লৌকিক ভদ্রতার মুথসের ভিতর হইতে পরস্পরের প্রতি একটা চোরা কটাক্ষ হানিল । চির-পরিচিত বন্ধুর ভাৰে কোণ্টেস বলিলেন – “দেখ অক্টেভ, আমি যখন ফ্লরেন্সে ছিলাম, তখন হতেই আমার সঙ্গে তোমার বন্ধুত্ব । তোমার সেই বন্ধুত্বের বন্ধন এথনো পর্য্যন্ত একটুও শিথিল হয় নি। তুমি আমার সেই বাগান-বাড়তে তখন নিত্য যাতায়াত করতে। তুমি আপনাকে আমার বন্ধুবর্গের একজন বলে মনে করতে।” অলীক অক্টেভ ও প্রকৃত কৌটি একটু বাধো-বাধে স্বরে উত্তর করিলেন — t e
পাতা:অবতার.djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।