এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার ృe:R এই সাদাসিধা সরল ভাবের কথাগুলি দুই শ্রোতা বিভিন্নভাবে গ্রহণ করিল। —অক্টেভ বুঝিল,—বাগান-বাড়ীতে কোণ্টেস তার উপর যে দণ্ডাজ্ঞী জারী করিয়াছিলেন, ইহা তাহারই দৃঢ় সমর্থন মাত্র। কেন না, ঐ মুন্দর ওষ্ঠাধর মিথ্যাবাদে কখনও কলুষিত হয় নাই । এ দিকে কেন্ট ওলাফ ঐ কথাগুলির মধ্যে কোণ্টেসের অপরিবর্তনীয় সতীত্বের আর একটা প্রমাণ পাইলেন। ভাবিলেন, কোন সয়তানি চক্রান্ত ব্যতীত, সে সতীত্বের কখনই পতন হইতে পারে না । এই কথা মনে হইবামাত্র তিনি ক্রোধে উন্মত্ত হইলেন । আর এক আত্মার দ্বারা অধিকৃত নিজের মূর্ত্তিকে দেখিয়া এবং সেই অলীক ব্যক্তি নিজের বাড়ীতে অধিষ্ঠিত হইয়াছে দেখিয়া, তিনি ছুটিয়া গিয়া ঐ অলীক কৌন্টের টুটি চাপিয়া ধরিলেন । “চোর, ডাকাত, পাজি,—ফিরে দে আমার শরীর ” এই আশ্চর্য্য কাণ্ড দেখিয়া কোণ্টেস ঘণ্টা বাজাইয়া দিলেন ; কতকগুলি ভৃত্য ছুটিয়া আসিয়া কৌটিকে ধরিয়া লইয়া গেল । কোণ্টেস বলিলেন – “অক্টেভ বেচারা পাগল হয়ে গেছে!” প্রকৃত অক্টেভ উত্তর করিল – “হুঁ, প্রেমে পাগল ! কেন্টেস, তোমার রূপলাবণ্য নিশ্চয়ই অসাধারণ !”