$3 অবতার বিশেষ কুটরের সম্মুখে, যেখানে গাছপালা নাই, আর যেখানে বালুময় একটা পরিসর ভূমি আছে, সেইখানে দুই পক্ষের যাইতে হইবে। যখন সব ঠিকৃষ্ঠাক্ হইয়া গেল, তখন রাত্রি প্রায় ১২টা। অক্টেভ কোণ্টেসের মহলের দরজার দিকে অগ্রসর হইল। গত রাত্রির মতই ঘরে খিল দেওয়া ছিল, এবং কোণ্টেস দরজার ভিতর হইতে, উপহাসের স্বরে এইরূপ টিটুকারী দিয়া বলিলেন – “যখন পোলোনী ভাষা শিখবে, তখন আবার এখানে এসো । আমি অত্যন্ত দেশভক্ত, কোন বিদেশীকে আমার বাড়ীতে আমি গ্রহণ করি না ।” অক্টেভ পূর্ব্বেই সংবাদ দেওয়ায়, ডাক্তার বালথাজার শেরবোনে প্রভাতে আসিয়া উপস্থিত হইলেন। হাতে অস্ত্রচিকিৎসার একটা ব্যাগ আর একটা পটির গাঠরী !—উহারা দুজনে একসঙ্গে এক গাড়ীতে উঠিয়াছিল। আর, কোণ্টের সাক্ষীদ্বয়ও তাদের আপনাদের গাড়ীতে ছিল। ডাক্তার, অক্টেভকে বলিলেন – বাপু হে, এ ব্যাপারটা দেখছি শেষে একটা ট্র্যাজেডি হয়ে দাড়াল ? তোমার শরীরের মধ্যে কৌন্টকে আমার পালঙ্কের উপর হস্তাখানেক ঘুমাতে দিলেই ঠিক্ হত। আমি সম্মোহন-নিদ্রার নিদিষ্ট সীমাটা অতিক্রম করে ফেলেছি। ভারতবর্ষের ব্রাহ্মণ পণ্ডিত ও সন্ন্যাসীদের সম্মোহনবিদ্যা যতই অনুশীলন করা যাক না কেন, ওর কিছু না কিছু ভুলে যেতে হয়, খুব ভাল আয়োজন করতে পারলেও কিছু না কিছু ক্রটি থেকে যায়। কিন্তু সে যাক, কৌন্টেস প্রাস্কেভি, এইরূপ ছদ্মবেশে তার ফ্লরেন্সের প্রেমিককে কিরূপ অভ্যর্থনা করিলেন বল দিকি ? অক্টেভ উত্তর করিল —আমার মনে হয়, আমার রূপান্তর সত্ত্বেও, আমাকে তিনি চিনতে পেরেছেন, কিম্বা তার রক্ষা-দেবতা আমাকে
পাতা:অবতার.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।