এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}}\} অবতার পক্ষাস্তরে, অক্টেভ কোণ্টের দেহের মধ্যে আবদ্ধ থাকায়, সে এখন অজ্ঞাতপুর্ব্ব বল লাভ করিয়াছে, এবং অসি বিদ্যায় পারদর্শী না হইলেও, বুক দিয়া শক্রর অসি ঠেলিয়া ফেলিতেছে। ওলাফ শক্রর শরীরে আঘাত করিবার জন্য বৃথা চেষ্টা করিলেন। কিন্তু অক্টেভ অপেক্ষাকৃত শান্তভাবে ও দৃঢ়ভাবে শক্রর আঘাত ঠেকাইতে লাগিল । ক্রমে কৌন্টের রাগ চড়িয়া উঠিল, তার অসিচালনায় আকুলতা ও বিশৃঙ্খলতা পরিলক্ষিত হইতে লাগিল! তিনি বরং অক্টেভ হইয়াই থাকিবেন, কিন্তু যে দেহ কোণ্টেস প্রাস্কোভিকে ঠকাইতে পারিয়াছে, সেই দেহটাকে তিনি নিশ্চয়ই বধ করিবেন —এই কথা মনে করিয়া তিনি ক্রোধে উন্মত্ত হইয়া উঠিলেন । শত্রর অসিতে বিদ্ধ হইবার ঝুকি সত্ত্বেও তার নিজের শরীরের ভিতর দিয়া তার প্রতিদ্বন্দ্বীর আত্মাতে-প্রাণের মর্ম্মস্থানে পৌছিবার জন্ত সিধাভাবে অসি চালনা করিলেন, কিন্তু অক্টেভ তাহার অসি দিয়া শত্রুর অসিতে এমন সজোরে আঘাত করিল যে, শত্রর হস্তচু্যত অসি উদ্ধে উৎক্ষিপ্ত হইয়া, কয়েক পদ দূরে ভূমিতে নিপতিত হইল। এখন ওলাফের প্রাণ অক্টেভের মুষ্টির ভিতর। এখন ইচ্ছা করিলেই অক্টেভ ওলাফের শরীর অসির দ্বারা বিদ্ধ করিয়া এফোড় ওফোড় করিয়া দিতে পারে। কৌন্টের মুখ কুঞ্চিত হইল—মৃত্যুভয়ে নহে ; তিনি ভাবিলেন, র্তার পত্নীকে তিনি ঐ দেহ-চোরের হস্তে সমর্পণ করিতে যাইতেছেন, আর কিছুতেই তাহার মুখস খসাইতে পারিবেন না । অক্টেভ, এই সুযোগের সদ্ব্যবহার করা দূরে থাক, তাহার অসি দূরে নিক্ষেপ করিল, এবং সাক্ষীদিগকে তাহার কাজে-হস্তক্ষেপ করিতে • নিষেধ করিবার ভাবে ইঙ্গিত করিয়া, হতবুদ্ধি কৌন্টের অভিমুখে