এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার A No. অগ্রসর হইল ; এবং কৌন্টের বাহু ধারণ করিয়া নিবিড় বনের মধ্যে টানিয়া লইয়া গেল । কৌন্ট বলিলেন, “তোমার ইচ্ছাটা কি ? তুমি ত এখন অনায়াসে আমাকে বধ করতে পার, তবে কেন করচ না? যদি তুমি নিবন্ত্র ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে না চাও, তা হলে আমায় অস্ত্র দিয়ে, তুমি ঠ এখনও যুদ্ধ করতে পার । তুমি ত বেশ জান, আমাদের দু'জনের ছায়া একসঙ্গে মাটির উপর ফেলা সূর্য্যদেবের কখনও উচিত নয়—আমাদেব মধ্যে একজনকে পৃথিবীর গ্রাস করা চাই ।” অক্টেভ উত্তর করিল ;—“আমার কথাটা একটু ধীরভাবে শোনে । তোমার সুখশান্তি এখন আমার হাতে। সে দেহের মধ্যে এখন আমি বাস করচি, আর যে দেন্ত তোমারই বৈধ সম্পত্তি, সেই দেঃ আমি বরাবর রাখতে পারি। আমি পুদী হয়েছি, এখন কোন সাক্ষী আমদেব কাছে নেই, সাক্ষীর মধ্যে পার্থীবাই একমাত্র সাক্ষী, তারাই আমাদেব কথা শুনতে পারে, কিন্তু তারা অ}র কাউকে বলতে যাবে না । দি আমরা যুদ্ধ আবার আরম্ভ করি, আমি তোমাকে বধ করব । আমি এখন কৌটি ওলাফের স্থানীয় ;—কেন্ট ওলাফ অসি-চালনায় অক্টেভের চেয়ে বেশী দক্ষ ; আর তুমি এখন অক্টেভের শরীর ধারণ করে আছ, ঐ শরীরকে আমার এথন বিনাশ করতে হবে ।” কেীট উক্ত কথার সত্যতা সুদয়ঙ্গম করিয়া নীরব তষ্টয রহি লেন , এই নীরবতায় তাহার গৃঢ় সম্মতি স্থচিত হইল। অক্টেভ আরও বলিলেন ;-—“তোমধুর নিজের ব্যক্তিত্ব ফিরে পলাব চেষ্টায় তুমি কখনই সফল হবে না । আমি তাতে বাঁধা দেব। তুমি ত দেখেছ, দু’বার চেষ্টা করে কি ফল হ’ল । তুমি আরও যদি চেষ্টা কর, তাহলে লোকে তোমাকে পাগল বলে ঠাওরাবে, তোমার কথা কেইষ্ট