এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ অবতার “ডাক্তার বালথাজার শেরবোনো—যিনি দীর্ঘকাল ভারতে বাস করিবার জন্য, শব্দবিদ্যায় পারদর্শিতার জন্স, রোগ আরোগ্য করিবার অদ্ভূত ক্ষমতার জন্য বিখ্যাত, গতকলা নিজ কর্ম্ম-কক্ষে তাহার মৃত্যু গুইয়াছে। মৃত দেহ তন্ন তন্ন পরীক্ষা করিয়া যাহা জানা গিয়াছে, তাহাতে সপ্রমাণ হইয়াছে, কোন আততায়ীকৃত সাজাতিক অপরাধ অনুমান করিবার কোনও হেতু নাই। অতিরিক্ত মানসিক শ্রমে কিংবা কোন অসমসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষা করিতে গিয়াই তাঙ্গর মৃত্যু ঘটাছে, সনে নাই। শুনা যায়, ডাক্তারের দফতরখানায় তার অন্তিমদানপঞ্জখানি পাওয়া গিয়াছে। তাহাতে তিনি তাহার বহুমূল্য পুথিগুলি মাজারণ-পুস্তকালয়ে দান করিয়াছেন এবং সেভিলের অক্টেভ মহাশয়কে তাহার উত্তরাধিকারী মনোনীত করিয়াছেন।” সমাপ্ত