অবতার "לצ ধাহা হউক আমি অবশেষে সাক্ষাৎকারের অনুমতি পাইলাম। রাজপরিবারের দুই চারজন বৃদ্ধ বিধবা ও চারজন বৃদ্ধ ব্যারন্থ-পত্নী আমার হইয়া জবাবদিহী গ্রহণ করিলেন। “কোঁণ্টে লাবিন্স্কা একটা জমৃকালো বাগান-বাড়ী ভাড়া করিয়া* ছিলেন—প্রাচীন প্রাসাদ,—দুরেন্স হইতে তিন মাইল দূরে। প্রাচীন প্রাসাদের কঠোর গাষ্ঠীর্যের প্রতি ক্রক্ষেপ না করিয়া, কৌন্টেস্ আরামপ্রদ সমস্ত আধুনিক সাজসজ্জা ও আসবাবে বাড়ীটিকে সজ্জিত করিয়াছিলেন । সেকালের লোহার পতর-মারা বড় বড় দরজা একালের স্বচাগ্র খিলানের সহিত বেশ মানানসইভাবে সন্নিবদ্ধ হঠয়াছে ; আরামকেদার ও সেকেলে ধরণের আসবাব সকল, কাঠের কারুকার্ঘ্যে কিংব; স্নানাভ ফ্রেস্কো’-চিত্রে আচ্ছন্ন দেওয়ালের সহিত বেশ সামঞ্জন্ত রক্ষা করিয়া স্থাপিত হইয়াছে। কোন নূতন-টাটকা বা উজ্জ্বল রঙে চক্ষু পীড়িত হয় না ; এক কথায় বর্তমান, অতীতের সহিত মিলিত হক্টর। একটুও বেমুরো বাজিতেছে না । “যেমন আমি কোণ্টেসের দীপ্তিময়ী সৌন্দর্যাচ্ছটায় মুগ্ধ হইয়াছিলাম, তেমনি আবার কয়েকবার দর্শনলাভের পর তাহার বুদ্ধির পরিচয় পাইয় আরও বিস্ময়স্তম্ভিত হইলাম। ওরূপ স্বন্ধ ও সর্ব্বত-প্রসারিণী বুদ্ধি সচরাচর দেখা যায় না । যখন তিনি কোন চিত্তাকর্ষক বিষয় সম্বন্ধে কথা কহিতে থাকেন, তখন যেন তার সমস্ত আত্ম৷ ভিতর হইতে বাহিরে আসিয়া দেখা দেয়। অন্তঃপ্রভ কোন দীপের আলোকে আলোকিত অমল-ধবল মর্ম্মর-প্রস্তরের ন্যায় তার বর্ণের শুভ্রতা । কবি দান্তে স্বর্গের শোভাসৌন্দর্য্য বর্ণনা করিবার সময় যেরূপ বর্ণনা করিয়াছিলেন, সেইরূপ র্তার, বর্ণের আভায় ফিস্ফরিক ফুলিঙ্গচ্ছটা ও আলোক-কম্পন যেন পরিলক্ষিত হয়। মনে হয় যেন কোন দেবী স্বৰ্গলোক হইতে মর্ত্যে
পাতা:অবতার.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।