এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o যে বাড়ীতে অক্টেভ বাস করিত, সেই বাড়ীর নিস্তব্ধ প্রাঙ্গণে । ডাক্তারের মন্ত্রপুত জল-পাত্রোথিত গুরুগুরু গর্জন-নাদ শোনা গিয়াছিল ; শুনিবামাত্র প্রায় তখনই অক্টেভ ডাক্তারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। অক্টেভ হতবুদ্ধি হইয়া দাড়াইয়া আছে,—এমন সময় ডাক্তার, অক্টেভকে দেখাইল—কেন্টে ওলাফ একটা পালঙ্কের উপর হাত-পা ছড়াইয়া মৃতবৎ পড়িয়া আছেন। প্রথমে অক্টেভের মনে হইল বুঝিবা কেহ কৌন্টকে গুপ্তভাবে হত্যা করিয়াছে,—অক্টেভ কিয়ৎক্ষণের জন্য ভয়স্তম্ভিত হইয়া রহিল। কিন্তু আর একটু ঘুনাযোগ দিয়া দেখিবার পর, লক্ষ্য করিল, ঐ নিদ্রিত যুবকের বক্ষদেশ প্রায়-অনমুভব্য ক্ষীণ শ্বাসপ্রশ্বাসে একবার উঠতেছে আবার পড়িতেছে। ডাক্তার বলিলেন – “এই দেখ, তোমার ছদ্মবেশ প্রায় প্রস্তুত হয়েছে। এ ছদ্মবেশের যোগাড় করা বড় শক্ত। এ ছদ্মবেশ দোকানে ধার পাওয়া যায় না । কিন্তু রোমিও যখন ভেরোনার বারাণ্ডার উপরে উঠেছিল, তখন তার ঘাড় ভাঙ্গবার সম্ভাবনাটা থাকা সত্ত্বেও রোমিওর চিত্তকে উদ্বিগ্ন করতে পারে নি। সে জানত, জুলিয়েট, নৈশ অবগুণ্ঠনে আবৃত হয়ে উপরের কামরায় তার জন্ত অপেক্ষ করচে কৌন্টেস্ প্রাস্কোভির মূল্য ক্যাপুলেট-দুহিতার চেয়ে বড় কম নয় فيما এই আশ্চর্য্য অবস্থা দেখিয়া অষ্টেভের চিত্ত এতটা বিক্ষুব্ধ হইয়াছিল যে, সে কোন উত্তর করিল না। সে ক্রমাগত কৌস্টুকে দেখিতে লাগিন্ন , • দেখিল, কৌন্টের মস্তৃক পশ্চাতে অল্প হেলিয়া একটা বালিসের উপর