এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾Ꮼ অবতার উঠিতে লাগিল। গাত্র-চর্ম্ম শবের মত বিবর্ণ হইল। তথাপি দুটি ক্ষুদ্র নীলাভ আলোক-স্ফুলিঙ্গ উহাদের মাথার উপর বিকৃঝিক্‌ করিয়া জলিতে লাগিল—কম্পিত হইতে লাগিল । যেন আকাশে একটা রেখা-পথ নির্দেশ করিতেছেন, এইভাবে ডাক্তার স্বকীয় বিদ্যুৎপ্রবাহী হস্তাঙ্গুলির একটা ইঙ্গিত করিবামাত্র ফসফরসগর্ভ বিন্দুদ্ধয় চলিতে আরম্ভ করিল, এবং উহাদের পশ্চাতে একটা আলোকের রেখাচিহ্ন রাখিয়া দিয়া, স্বকীয় নূতন আবাসে প্রবেশ করিল —অক্টেভের আত্মা কৌন্ট লাবিন্‌স্কির শরীরকে অধিকার করিল এবং কৌন্টের আত্মা অক্টেভের শরীরকে অধিকার করিল ;–অবতারের কার্য্য সম্পন্ন হইল । গালের একটু রক্তিম আভায় বুঝা গেল, যে দুই মৃন্ময় মানব-আবাস কয়েক সেকেণ্ড আত্মাহীন হইয়া ছিল এবং ডাক্তারের বিদ্যুৎশক্তির অবিদ্যমানে যমরাজ যাহাকে আপনার কবলে আনিয়াছিলেন, এইমাত্র সেই দুই মৃত্তিকাখণ্ডের ভিতরে জীবনীশক্তি প্রবেশ করিয়াছে। আনন্দ-উল্লাসে ডাক্তার শেরবোনোর চোথের তারায় বিদ্যুৎ ছুটিতে লাগিল। তিনি ঘরের মধ্যে লম্বা লম্বা পা ফেলিয়া চলিতে চলিতে ভাবিতে লাগিলেন ; “ধন্বন্তরি প্রভৃতি যে সব চিকিৎসকের নাম-ডাক, মানব-দেহের ঘড়ি বিগ্‌ড়াইয়া গেলে, মেরামৎ করিতে পারেন বলিয়া যাদের খুব অহঙ্কার,—আমি যা করিলাম এই কাজ তারা করুন দিকি । i যখন আত্মা আমার একৃতিয়ারে আছে, তখন শব-দেহের কিতোয়াক্কা রাখি ?” এই বাক্য-বিন্যাস শেষ করিয়া, ডাক্তার শেরবোনো, যে রঙিন ‘গুড়ার রেখায় নিজের মুখ চিত্রিত করিয়াছিলেন, তাহা মুছিয়া ফেলিয়া,