এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 《总 তিনি কোন আত্মাকেও স্থানান্তরিত করতে পারেন। তাতে আর আশ্চর্য্য কি ?” —“আপনার এই অমূল্য উপকারের জন্য কি বলে আপনার নিকট কৃভজ্ঞতা প্রকাশ করব ? এর প্রতিদান কি করব ? কি দিয়ে এই ঋণ পরিশোধ করব ?” —“তুমি আমার নিকট একটুও ঋণী নও ; তোমার উপর আমার একটা টান হয়েছিল । সংসারানলে দগ্ধ, রৌদ্র-দগ্ধ বুড়ার কাছে আবেগ জিনিসটা বড়ই বিরল। তুমি তোমার প্রেমের কথা আমার কাছে প্রকাশ করেছ। আমাদের মধ্যে কেউ বা একটু রাসায়নিক, কেউ বা একটু ঐন্দ্রজালিক, কেউ বা একটু দার্শনিক—কোন-না-কোন আকারে সবাই আমরা স্বপ্নদর্শ ; আমরা অল্পবিস্তর সবাই পরিপূর্ণ অসীমের সন্ধান করে থাকি। সে যা হোক, তুমি এখন ওঠে, চলাফেরা কর, বেড়িয়ে বেড়াও ; দেখ, তোমার নূতন গাত্র-চর্ম্মের দরুণ, এই বাহ পরিবেষ্টনের মধ্যে একটু বাধো-বাধো ঠেকৃচে কি না ?” অক্টেভ-লাবিন্‌স্কি, ডাক্তারের উপদেশ মত ঘরের মধ্যে দুই-চারিবার একটু পায়চালি করিলেন। এখন আর তেমন বাধো-বাধো মনে হইতেছে না ; কোণ্টের শরীরের মধ্যে, অষ্ঠ আত্মা বাস করিলেও, পূর্ব্ব-অভ্যাসগুলার একটা ঝোক, একটা বেগ কৌন্টের দেহে তখনও অক্ষুণ্ণ ছিল ; নব আগন্তুক অক্টেভ-লাবিন্‌স্কিও এই সকল দৈহিক স্মৃতির উপর বিশ্বাস স্থাপন করিল ; কারণ অধিকারচু্যত পূর্ব্বদেহস্বামীর চাল-চলন, ভাব-ভঙ্গি সমস্তই এক্ষণে নব-আগন্তককে গ্রহণ করিতে হইবে । - ডাক্তার একটু হাসিয়া বলিলেন —“আমি যদি তোমাদের আত্মার ! এই বিনিময়-প্রক্রিয়ায় স্বয়ং লিপ্ত না হতাম, তা হলে আমার বিশ্বাস