এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Whe অবতার হত,—আজ রাত্রে যাহা কিছু ঘটেছে সবই সচরাচর ঘটনা ; আর তুমিই প্রকৃত বৈধ ও প্রামাণিক লিথুনিয়ার কৌন্ট ওলাফ-লাবিন্‌স্কি। এখন ত আসল কৌন্টের আত্মা তোমার পরিত্যক্ত দেহের খোলসের মধ্যে ঐখানে নিদ্রায় মগ্ন । কিন্তু এখনি রাত্রি দ্বিপ্রহরের ঘণ্টা বীজবে । এই বেলা রাণীর কাছে যাও—তাস-পাশ খেলে দেরী করে বাড়ী এলে বলে তার কাছ থেকে ধমক খেতে না হয়। একটা ঝগড়া করে বিবাহ -জীবনের আরম্ভ করাটা ভাল নয়—সে একটা কুলক্ষণ । ততক্ষণ আমি খুব সাবধানে তোমার পুরোনো খোলোসটাকে আবার জাগিয়ে তোলবার চেষ্টা করব । ডাক্তারের কথাগুলা যুক্তিসিদ্ধ ,বিবেচনা করিয়া অক্টেভ-লাবিন্‌স্কি তাড়াতাড়ি ঘরের বাহির হইল। সিড়ির ধাপের নীচে কৌন্টের জীকালো লাল-ঘোড়ার জুড়ী অধীরভাবে খুর দিয়া মাটি খুঁড়িতেছিল। মুখের লাগামের লোহাটি কামড়াইতেছিল এবং তাঁহাদের মুখ-নিঃস্থত ফেন-পুঞ্জে সম্মুখের পাথরে-বাধানে স্থানটা আচ্ছন্ন হইয়া গিয়াছিল। এই যুবকের পদশব্দ শুনিবামাত্র একজন জাকালে উর্দি-পরা সইস গাড়ীর পা-দানীর কাছে দৌড়িয়া আসিয়া সশব্দে পা-দানীট নামাইয়া দিল । অক্টেভ প্রথমে অভ্যাস-বশে যন্ত্রবৎ তার নিজের সামান্ত-ধরণের ব্রহাম গাড়ীর অভিমুখে অগ্রসর হইয়াছিল,-তারপর এই উচ্চ জণকালো ‘চেরিয়াট’-গাড়ীতে উঠিয়াই লুইসকে গন্তব্যস্থান বলিয়া দিল--সইস কোচম্যানকে বলিল—“হোটেলে চল ।” গাড়ীর দরজা বন্ধ করিতে ন করিতেই, অশ্বযুগল ঘাড় বাকাইয়া সতেজে ছুটিল। পৌছিতে বিলম্ব হইল না। দ্রুতগতি অশ্বের দ্রুত গতি পথের দূরত্বকে যেন গ্রাস করিয়৷