অবতার ♥ፃ ভ্রমণকারী অশ্বারোহী পুরুষদিগকে যাদুকর রাজ-প্রাসাদে প্রবেশ নিষেধ করিবার জন্ত, আরবদেশের কাহিনীতে প্রকাও তাম্রমূর্ত্তিসকল যেরূপ দ্বার আগলাইয়া থাকে, সেইরূপ প্রকাণ্ড ভীমকায় যে দরোয়ান খুব জাকজমক ভাবে অৰ্দ্ধ-উন্মুক্ত ফাটকের সম্মুখে খাড়া হইয়াছিল, তাহাকে অক্টেভ-দেহ-ওলাফ এক ঠেলা দিয়া বলিলেন – “আরে বেটা, তুই মাতাল না পাগল ?” এই কথা শুনিয়া দরোয়ানের লাল মুখ রাগে নীল হইয়া উঠিল -সে উত্তর করিল :– “মশাই, আপনিই মাতাল কিংবা পাগল।” অক্টেভ-দেক-ওলাফের মুখ লাল হইয়া উঠিল । তিনি বলিলেন “হতভাগা, যদি আমার আত্মমর্য্যাদা না থাকত......” বারোয়ারীর সং ভীমের প্রকাও এক হাত বাহির করিয়া সেই প্রকাণ্ডকায় দরোয়ান উত্তর করিল :– “চুপ কর । নৈলে আমার এই হাটুর তলায় তোর মাথাটা গুড়োগুড়ো করে, রাস্তার উপর ছুড়ে ফেলব। বাছাধন, আমার সঙ্গে চালাকি না,– দুই-এক বোতল শু্যাম্পেন বেশী মাত্রায় থেয়েছ বলে এ সব চালাকি আমার কাছে চলবে না ।” এই কথা অক্টেভ-দেহ-ওলাফ আর বরদাস্ত করিতে না পাব্লিয়া তাহাকে এমন এক ঠেলা দিলেন যে, সেই ঠেলায় সে গাড়ীবারাগুরি তলায় গিয়া পড়িল । যে সব ভূত্য তখনও শুইতে বায় নাই, তাহার একটা গোলমাল শুনিয়া দৌড়িয়া আসিল। 曾 “হতভাগা, পাজি, নচ্ছার ! তোকে আমি জবাব দিলাম। আজ এই রাত্তিরটাও তুই এই বাড়ীতে থাকি আমার ইচ্ছা নয় ; দূর হ এখামুথেকে -নৈলে হনে কুকুরের মত তোকে এখনি হত্য করব। একজন
পাতা:অবতার.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।